ঢালিউড চলচ্চিত্রের খলনায়ক সাংকো পাঞ্জা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৯ মে) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা সুজেয় শ্যাম মারা গেছেন
বিজ্ঞাপন
অভিনেতার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্য নির্বাহী সদস্য সনি রহমান । মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

এদিকে সাংকো পাঞ্জার স্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন এ খলঅভিনেতা। চলতি মাসের ২৪ মে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় । শেষ দুইদিন শরীরিক অবস্থা বেশি খারাপ ছিল। এ অবস্থায় বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা।
জানা গেছে, অভিনেতা সাংকো পাঞ্জার মরদেহ হাসপাতাল থেকে রুপগঞ্জে তার বাড়ি নেওয়া হয়েছে। আজ শুক্রবার (৩০ মে) সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
বিজ্ঞাপন
ক্যানসারে আক্রান্ত হয়ে পঞ্চাশের আগে চলে গেলেন জনপ্রিয় গায়িকা
১৯৯৭ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিনয় শুরু করেন সাংকো পাঞ্জা। প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন তিনি।
ইএইচ/

