সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন মিশা সওদাগর?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২৫, ০৩:০৩ পিএম

শেয়ার করুন:

অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন মিশা সওদাগর?

ঢালিউড চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর ক্যারিয়ারে উপহার দিয়েছে অসংখ্য সিনেমা। সম্প্রতি তিনি চিকিৎসার জন্য আমেরিকাতে অবস্থান করছেন। গত ১৪ মে যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে অভিনেতার হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অভিনেতার শারীরিক অবস্থা জানতে উৎসুক অনুরাগীরা। 

মিশা সওদাগর আপতত সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শ মতো থেরাপি নিচ্ছেন। ভক্তদের উদ্দেশে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘অপারেশনের পর আজ (২৮ মে) চিকিৎসকের কাছে এসেছি। তারা সবকিছু দেখে বলেছেন, ভালোভাবেই এগোচ্ছে। আমাকে নিয়মিত ফিজিওথেরাপি নিতে হবে। আশা করছি, দুই মাসের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠব।’

mish_showdagar

এখানেই শেষ না তিনি আরও বলেন, ‘আমি আমার জীবনের ৩৫-৪০ বছর আপনাদের সেবা করে কাটিয়েছি। আপনাদের কাছ থেকে একটাই জিনিস পেয়েছি—ভালোবাসা ও দোয়া। আমি চিরকাল এই ভালোবাসা নিয়েই থাকতে চাই। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।’ 

মিশা সওদাগরকে মারধরের ভিডিও ভাইরাল, জানা গেল আসল রহস্য

বলে রাখ ভালো, সম্প্রতি ঢালিউড চলচ্চিত্রের খলনায়ক মিশা সওদাগরকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়! সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দাবি করা হয় মব তৈরি করে অভিনেতাকে মারধর করেছে একদল উৎসুক জনতা। খোঁজ নিয়ে জানা যায়, ওই ভিডিওতে ভুয়া দাবি করা হচ্ছে। এটি একটি ভুল ও বিভ্রান্তিকর প্রচারণা মাত্র।  

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর