রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২ মাসে ১৪ কেজি ওজন কমালেন জায়েদ খান, কী কারণ?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২৫, ১২:০৮ পিএম

শেয়ার করুন:

২ মাসে ১৪ কেজি ওজন কমালেন জায়েদ খান, কী কারণ?

ঢালিউড চলচ্চিত্রে আলোচিত অভিনেতা জায়েদ খান অভিনয় দিয়ে আলো ছড়াতে না পারলেও ব্যক্তিগত জীবনে নিয়মিত সংবাদের শিরোনাম হন। দর্শকদের সামনে ডিগবাজি দিয়ে কিংবা জামা খুলে উল্লাস করে আলোচনায় থাকেন। গত এক বছর ধরে আমেরিকায় বসবাস করছেন। গত ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষ মার্কিন মুলুকেই উৎযাপন করেছেন।

অনন্ত জালিল ও জায়েদ খান কত পারিশ্রমিক নেন
 

জায়েদ খানের ফেসবুকে চোখ রাখলে বোঝা যায় সময়টা ভালো কাটছে তার। সঙ্গে ব্যস্ততাও রয়েছে। গত ঈদে গণমাধ্যমকে জানিয়েছিলেন বেশকিছু নতুন প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন। সিনেমায় কাজের জন্য পুরোদমে শরীরচর্চায় ডুবে আছেন। মাত্র ২ মাসে কমিয়েছেন ১৪ কেজি ওজন। 

735f75cc3f2c457884c8e5fa84758e97-6837301aae8eb

অনুরাগীদের সঙ্গে নিয়মিত শরীর চর্চার ছবি ভাগ করে নিচ্ছেন। সম্প্রতি ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন এ তারকা। যেখানে একেবারে মেদহীন ছিপছিপে শরীর নজর কেড়েছেন। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘আর কয়েকটা দিন যাক, একবারে সিক্স প্যাকসহ হাজির হব। গত কয়েক মাসে ভাত একেবারে স্পর্শ করছি না। খাবার তালিকায় আছে শুধুমাত্র সবজি, ফল আর মুরগির ওপর।’ 


বিজ্ঞাপন


তবে কেন এতো পরিশ্রম করছেন তা কিছুই জানননি অভিনেতা। গণমাধ্যমকে তিনি বলেন, ‘বিষয়টা তো কিছু একটা আছেই!’ 

আমেরিকায় বিয়ে করেছেন জায়েদ, যা বললেন অভিনেতা

বলে রাখা ভালো, সর্বশেষ ‘সোনার চর’ সিনেমা দেখা যায় জায়েদ খানকে। ছবিটি পরিচালনা, কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লেখেন জাহিদ হাসান। জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর