রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘হঠাৎ বৃষ্টি’-এর রিমেক নিয়ে সমালোচনা, ছটকু বললেন জঘন্য মানসিকতা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মে ২০২৫, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

‘হঠাৎ বৃষ্টি’-এর রিমেক নিয়ে সমালোচনা, ছটকু বললেন জঘন্য মানসিকতা

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত দর্শকনন্দিত সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। মুক্তির দুই যুগেরও বেশি সময় পর এটি রিমেক হচ্ছে। ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামের এ সিনেমাটি প্রযোজনা করছে আশীর্বাদ চলচ্চিত্র। পরিচালনায় আছেন কামরুজ্জামান। ছবিটির উপদেষ্টা পরিচালক ছটকু আহমেদ।

শাকিবকে নিয়ে ফেসবুকে অপু-বুবলীর প্রতিযোগিতা


বিজ্ঞাপন


‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। দুজনেই ছিলেন নতুন মুখ। এবারও নতুন মুখ নিয়ে রিমেক নির্মাণের খবরে সিনেমাপ্রেমীরা খুশি হয়েছিলেন। কিন্তু ছবির পাত্র-পাত্রীর ছবি সামনে আসতেই হতাশ তারা। সামাজিক মাধ্যমে মেতেছেন সমালোচনায়। 

Screenshot_2025-05-27_172653

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সমালোচনা প্রসঙ্গে ঢাকা মেইলকে পরিচালক কামরুজ্জামান বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠান যাদের এ সিনেমার জন্য পছন্দ করেছেন আমরা তাদের সঙ্গে কাজ করছি। সিনেমাটির উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন শ্রদ্ধেয় ছটকু আহমেদ। ওনারা দেখেশুনে যাদেরকে ভালো মনে করেছেন তাদেরকে নিয়েই কাজ করা হচ্ছে। এ প্রসঙ্গে তার সঙ্গে কথা বলতে পারেন।’

‘বাংলাদেশে জন্মগ্রহণ করে অসম্মানিত হয় নাই এমন একটা মানুষ দেখান’


বিজ্ঞাপন


তবে বর্ষীয়ান পরিচালক ছটকু আহমেদ মনে করছেন সমালোচনা না করে সিনেমাটি ভালোভাবে গ্রহণ করা উচিত। কারণ জানতে চাইলে তিনি বলেন, যারা সমালোচনা করছেন সমালোচনা করতে থাকুক। ইন্ডাস্ট্রিতে একটা সিনেমা হচ্ছে পঞ্চাশ জন মানুষ কাজ করে খাচ্ছে। একজন ভদ্রলোক একটা সিনেমা বানাচ্ছেন। সেখানে অনেকে ফেরদৌসের সিনেমা, ওমুকের ছবি, তমুকের ছবি বলে সমালোচনা করছেন। জঘন্য মানসিকতা। সিনেমা ইন্ডাস্ট্রি মরে গেছে। আমি বলতে চাই, যেমন করেই হোক না কেন একটা সিনেমা নির্মাণ হোক।’ সিনেমা নিয়ে নেগেটিভ কথা না বলারও আহ্বন জানিয়েছেন এ নির্মাতা। 

Screenshot_2025-05-27_172320

‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমায় অজিত চরিত্রে অভিনয় করবেন সাদী খান এবং দীপা নন্দীর চরিত্রে রাফিদা। দুজনেই নতুন মুখ। আরও অভিনয় করবেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, কায়েস আরজুসহ অনেকেই। আগামী বছর বিশ্ব ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক কামরুজ্জামান।  

ছাত্র আন্দোলনে নীরব থাকায় কলকাতার ছবি থেকে বাদ ফেরদৌস

বলে রাখা ভালো, ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় ১৯৯৮ সালে মুক্তি পায়। এই সিনেমায় অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ এবং টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদী। প্রথম সিনেমা দিয়েই আকাশছোঁয়া জনপ্রিয়তা পান ফেরদৌস। পাশাপাশি ঘরে তোলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।   

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর