মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদের পর ফের বিয়ে করেছেন সালমান খানের ভাই আরবাজ খান। বছর না ঘুরতেই এলো সুসংবাদ। শোনা যাচ্ছে বাবা হতে চলেছেন অভিনেতা। ৫৭ বছরে বাবা হওয়ার খবরে রীতিমতো হইচই বলিউডে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাবা হওয়ার খবর গোপন রাখতে চেয়েছিলেন আরবাজ। কিন্তু স্ত্রী সুরা খান সেটি হতে দিলেন না। তিনিই ফাঁস করলেন!

সম্প্রতি এক অনুষ্ঠানে দেখা যায় আরবাজ-সুরাকে। স্ত্রীর প্রতি বেশ যত্নশীল ছিলেন তিনি। একসঙ্গে গাড়িতে ওঠার সময় অভিনেতা সুরাকে সাবধানে উঠতে বলেন। সুরাও বাধ্য মেয়ের মতো মেনে নেন স্বামীর পরামর্শ।
এছাড়া একটি ক্যাফেতেও দেখা গেছে সুরা ও আরবাজকে। সেখানে সুরার বেবিবাম্প স্পষ্ট ছিল। তার পরনে ছিল শর্টস ও হুডি। এর মাঝে উঁকি দিচ্ছিল স্ফীতোদর। যা নিয়ে মোটেও রাখঢাক করতে দেখা যায়নি তাকে। বরং হাসছিলেন সুরা। তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি আরবাজ-সুরা।

