রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কানের ঢেউ বাংলাদেশে, আনন্দে ভাসছে বিনোদন অঙ্গন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২৫, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

কানের ঢেউ বাংলাদেশে, আনন্দে ভাসছে বিনোদন অঙ্গন 

ফ্রান্সের কান সৈকতের ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশে। ভেসে যাচ্ছে বদ্বীপের বিনোদন অঙ্গন। এই কীর্তি আদনান আল রাজীবের। কেননা তার নির্মিত সিনেমার মাধ্যমে প্রথমবার দেশ পেল কান জয়ের স্বাদ।

স্বামীর এ আনন্দে উদ্বাহু নৃত্য করছেন অভিনেত্রী মেহজাবীন। নিজের ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছেন তিনি। কোনোটায় ওই আনন্দঘন মুহূর্তের ছবি পোস্ট করেছেন। আবার কোনোটায় রাজীবকে অভিনন্দন জানিয়েছেন। 


বিজ্ঞাপন


500689564_1248496290174566_3215139522047128646_n

রাজীবের এই কীর্তিতে উচ্ছ্বসিত ঢালিউড মেগাস্টার শাকিব খানও। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। শুভকামনা আদনান এবং আলীর টিম।

অভিনেতা মামনুন ইমন লিখেছেন, অভিনন্দন প্রিয় আদনান আল রাজীব। তোমার জন্য গর্বিত। পাশাপাশি অভিনয়শিল্পী, নির্মাতাসহ বিনোদোন অঙ্গনের অনেকেই অভিনন্দনে সিক্ত করেছেন রাজীবকে।

WhatsApp-Image-2025-05-25-at-1.57.22-AM-033b0b6396383f4cd05882f59ab24464


বিজ্ঞাপন


শনিবার (২৪ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিট) উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।

এবারের আসরের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও লা সিনেফ বিভাগের প্রধান বিচারক জার্মান পরিচালক মারেন আদে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে ‘আলী’কে স্পেশাল মেনশন দেওয়ার কথা জানান। তখন অতিথি সারিতে বসে থাকা বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীব উঠে দাঁড়ালে সবাই করতালি দিয়ে অভিনন্দনে সিক্ত করেন তাকে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর