শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঈদের ১০ সিনেমা, নেটিজেনদের আগ্রহে ৩টি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২৫, ০৫:০৫ পিএম

শেয়ার করুন:

ঈদের ১০ সিনেমা, নেটিজেনদের আগ্রহে ৩

ঈদে মুক্তি প্রতিক্ষীত ছবির সংখ্যা ১০। তবে নেটিজেনদের আগ্রহ মাত্র তিনটিতে। এগুলো হলো ‘তাণ্ডব’, ‘ইনসাফ’ ও ‘নীল চক্র’। সামাজিক মাধ্যমে চোখ রেখে এরকম-ই বোঝা গেছে।
ছবি তিনটি ছাড়া ঈদে মুক্তিপ্রতিক্ষীত অন্য  সিনেমাগুলো হচ্ছে ‘টগর’, ‘সর্দার বাড়ির খেলা’, ‘এশা মার্ডার’, ‘পিনিক’, ‘উৎসব’, ‘গোয়ার’, ‘শিরোনাম’। 

ফেসবুকে চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন গ্রুপে পোস্ট করা হচ্ছে ছবিগুলো নিয়ে। সে সব পোস্টের মন্তব্যের ঘরে চোখ রেখে বোঝা গেছে নেটিজনেদের অনেকেই এগিয়ে রেখেছেন ‘তাণ্ডব’, ‘ইনসাফ’ ও ‘নীল চক্র’কে। 


বিজ্ঞাপন


digonoর_(69)

এরমধ্যে আগ্রহের তুঙ্গে শাকিব খান অভিনীত অভিনীত ‘তাণ্ডব’ নিয়ে। ফরকাস্ট ও ফাঁস হওয়া ফুটেজ দিয়ে মুগ্ধতা ছড়িয়েছে সিনেমাটি। রায়হান রাফী পরিচালিত ছবিতে আরও অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, ডা. এজাজ, রোজি সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ। 

‘তাণ্ডব’-এর পর নেটাগরিকদের আগ্রহে ‘ইনসাফ’ ও ‘নীল চক্র’। সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ প্রচারণায় প্রশংসা কুড়িয়েছে। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ, মোশাররফ করিম। পোস্টারে তাদের লুক বাহবা কুড়িয়েছে।

digonoর_(70)


বিজ্ঞাপন


অন্যদিকে ‘নীল চক্র’ পোস্টার, গান এবং সবশেষে প্রকাশ করেছে ট্রেলার। যেখানে আরিফিন শুভ নজর কেড়েছেন। এ ছবির মাধ্যমে শুভ কামব্যাক করবেন বলে আশাবাদী অনুরাগীরা। ছবিটির পরিচালক মিঠু খান। শুভ ছাড়াও আছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী ও মাসুম রেজওয়ান।

এছাড়া আলোক হাসান পরিচালিত ‘টগরে’ আছেন আদর আজাদ-পূজা চেরি। সানি সানোয়ারের ‘এশা মার্ডারে’ আজমেরি হক বাঁধন, ‘সর্দার বাড়ির খেলা’য় শবনম বুবলী-জিয়াউল রোশান, ‘পিনিকে’ বুবলী-আদর আজাদ, ‘উৎসবে’ চঞ্চল চৌধুরী, সুনেরাহ বিনতে কামাল, আফসানা মিমিসহ একঝাঁক তারকা, ‘গোয়ারে’ রাসেল মিয়া এবং ‘শিরোনামে’ অভিনয় করেছেন নিরব হোসাইন। 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর