রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মনে হচ্ছে একটা কাজ আমি করছি, ‘দেনা পাওনা’ প্রসঙ্গে ডা. এজাজ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মে ২০২৫, ০৩:১৯ পিএম

শেয়ার করুন:

মনে হচ্ছে একটা কাজ আমি করছি,  ‘দেনা পাওনা’ প্রসঙ্গে ডা. এজাজ

একক নাটকের ভিড়ে আবেদন হারিয়েছিল ধারাবাহিক। সম্প্রতি চিত্রটি পাল্টে দিয়েছে ‘দেনা পাওনা’। মুখ ফিরিয়ে নেওয়া দর্শকরা ধারাবাহিকটি দেখতে নিয়ম করে পর্দার সামনে বসছেন। ইউটিউবে ‘দেনা পাওনা’ র দর্শক সংখ্যা-ই তার প্রমাণ। 

এ নাটকে অভিনয় করছেন অভিনেতা ডা. এজাজ। ধারাবাহিকটির জনপ্রিয়তায় তিনিও উচ্ছ্বসিত। জানালেন কথার যাদুকর হুমায়ূন আহমেদের নাটকের পর ‘দেনা পাওনা’ য় আত্মতুষ্টি খুঁজে পাচ্ছেন তিনি। 


বিজ্ঞাপন


drama-mega

ঢাকা মেইলকে অভিনেতা বলেন, ‘‘ইউটিউবে এখন সবচেয়ে জনপ্রিয় দেনা পাওনা। অনেকদিন পর খুব ভালো লাগছে কাজটি করে। খুবই ভালো লাগছে। হুমায়ূন স্যারের (হুমায়ূন আহমেদ) নাটকে যেরকম সারা দেশ কাঁপত; এই যে ‘দেনা পাওনা’ নাটকটি প্রচার হচ্ছে মনে হচ্ছে একটা কাজ আমি করছি। এটা সন্তোষজনক একটি কাজ।’’

‘দেনা পাওনা’র পরিচালক কে এম সোহাগ রানা। পারিবারিক গল্পে গড়ে উঠেছে নাটকটি। ডাক্তার এজাজ ছারাও এতে বিভিন্ন চরিত্রে আছেন শহিদুজ্জামান সেলিম, অ্যালেন শুভ্র, মনিরা মিঠু, শিল্পী সরকার অপু, মুসাফির সৈয়দ বাচ্চু, সুষমা সরকার, এমএনইউ রাজু, এবি রোকন, অনিক প্রমুখ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর