রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কানে আলিয়া ভাট, শরীর আবৃত ফুলের পাপড়িতে! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২৫, ১১:৫৭ এএম

শেয়ার করুন:

কানে আলিয়া ভাট, শরীর আবৃত ফুলের পাপড়িতে! 

বিশ্বের তাবড় তারকাদের স্বপ্নের জায়গা কান চলচ্চিত্র উৎসব। লাল গালিচায় নিজেদের মেলে ধরতে সাজ পোশাকে কমতি রাখেন না কেউ। কারও কারও লুক তো চোখ ঝলসে দেয়। এই যেমন আলিয়া ভাট। শরীরজুড়ে যেন লক্ষ গোলাপ পাপড়িতে বিছিয়ে পা রখলেন কানে! 

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, গোলাপিরঙা গাউনে সেজেছিলেন আলিয়া। তবে দেখে মনে হচ্ছিল গোলাপের লক্ষ পাপড়ি গায়ে জড়িয়ে আছেন। কেননা পোশাকের নিচের অংশ ফুলের পাপড়ির মতোই অজস্র খাঁজ বিশিষ্ট।


বিজ্ঞাপন


Hello_Cannes___@lorealparis_(2)

পাতলা, নরম কাপড়ে ছিল সিকুইনের সূক্ষ্ম কাজ। সিঁথিতে ছিল না চওড়া সিঁদুর। গোলাপিরঙা করসেট গাউনে যেন স্নিগ্ধতার ছড়াছড়ি। সব মিলিয়ে বলতে হয় বিদেশের মাটিতে বিদেশি পোশাকেই নিজেকে মেলে ধরেছিলেন আলিয়া। 

দেশের পরিস্থিতির কথা ভেবে কান চলচ্চিত্র উৎসবে যাবেন না বলে জানিয়েছিলেন বলিউড তারকা আলিয়া ভাট। তবে শেষ মুহূর্তে এসে বদলে যায় তার মত। বৃহস্পতিবার গভীর রাতে ফ্রান্সের উদ্দেশে রওনা দেন। শুক্রবার তাঁকে দেখা ফ্লোরাল পোশাকে কান মাতাতে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর