রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমি গুরুতর অসুস্থতায় ভুগছি: নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২৫, ০১:৫০ পিএম

শেয়ার করুন:

আমি গুরুতর অসুস্থতায় ভুগছি: নুসরাত ফারিয়া

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় সম্প্রতি গ্রেফতার হয়েছিলেন নুসরাত ফারিয়া। সেই মামলায় একদিন কারাভোগ করতে হয়েছিল ঢালিউড অভিনেত্রীকে। একদিন কারাভোগের পর মঙ্গলবার ২০ মে বেলা সাড়ে ৩ টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।  

কারামুক্ত হয়ে যা বললেন নুসরাত ফারিয়া


বিজ্ঞাপন


আজ শুক্রবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এডমিনের বরাতে অভিনেত্রী জানিয়েছেন কারামুক্তির পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এ মুহূর্তে বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তাই অনেকেই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কারও সাথে কথা বলছেন না। 

nusrah

অভিনেত্রীর ভাষ্য, ‘আমি জানি, আপনারা অনেকেই আমার খোঁজখবর, ইন্টারভিউ নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন। আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি। চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। ফোন ব্যবহারের ওপরও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা।’

নুসরাত ফারিয়া-অপু-নিপুণসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা


বিজ্ঞাপন


তিনি যোগ করেন, এই পরিস্থিতিতে কারো সঙ্গে কথা বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, আপনারা বিষয়টি বুঝবেন। আমি বিশ্বাস করি, এই কঠিন সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারব।’

480687363_1181233736695804_948914999289048476_n

সম্প্রতি অভিনেত্রী গ্রেফতার হওয়ায় মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন উল্লেখ করে তিনি লিখেছেন, ‘গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে।’

এজলাসে কাঁদলেন নুসরাত ফারিয়া

অভিনেত্রীর কঠিন সময় যারা পাশে ছিলেন সেইসব শুভাকাঙ্খী ও সাংবাদিকদের ধন্যবাদ জানাতে ভোলেননি। অভিনেত্রী নুসরাত লিখেছেন, ‘আপনাদের সকলের প্রতি—আপামর জনসাধারণ, প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক ও গণমাধ্যমের বন্ধুদের। যাদের মানবিকতা ও ইতিবাচক ভূমিকাটি এই সময়ে আমার জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয় ও অনুপ্রেরণাদায়ক।’

480951608_1179911833494661_8777054865032834297_n

সবশেষ কৃতজ্ঞতা ভাষায় লিখেছেন, ‘আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত নিজের ভেতরের সাহস খুঁজে পেতাম না। আমি আজীবন মনে রাখব এই ভালোবাসা ও নিরন্তর সহমর্মিতার কথা। সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। খুব শিগগিরই আবার দেখা হবে।’

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর