শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমার জীবনে যা হয়েছে ওই ঘটনায় যেকোনো মেয়েই কাঁদবে: প্রিয়ন্তী উর্বী

রাফিউজ্জামান রাফি
প্রকাশিত: ২২ মে ২০২৫, ০৬:৩৬ পিএম

শেয়ার করুন:

আমার জীবনে যা হয়েছে ওই ঘটনায় যেকোনো মেয়েই কাঁদবে: প্রিয়ন্তী উর্বী
ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘নীলচক্র’। এরইমধ্যে প্রচারণায় চমক দেখিয়েছে। মিঠু খান পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন প্রিয়ন্তী উর্বী। ছবিটির পোস্টারেও ধরা দিয়েছেন তিনি। যা সামাজিক মাধ্যমে পেয়েছে প্রশংসা। ঢাকা মেইলের সঙ্গে এক আলাপনে মনের আগল খুলেছিলেন তিনি। 

‘নীলচক্র’ -এর পোস্টার নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছে। এটা প্রত্যাশা করেছিলেন? 


বিজ্ঞাপন


অবশ্যই। কেননা ‘নীলচক্র’ গল্পটা ইন্টেরেস্টিং। পোস্টার কিংবা লুক অ্যান্ড ফিল যদি সবার পছন্দ না হতো তাহলে গল্পটা জাস্টিস পেত না। 

পোস্টারে আপনি কাঁদছেন কেন? 

ওই পোস্টারের শটটির আগে আমার জীবনে যা হয়েছে ওই ঘটনা ঘটলে যে কোনো মেয়েই কাঁদবে। 

497434239_3048558431965857_5074605135861590225_n


বিজ্ঞাপন


টিকটকারের চরিত্রে কাজের অভিজ্ঞতা কেমন? 

আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ আমি ব্যক্তিগত জীবনে খুব একটা টিকটক করি না। কিন্তু পরিচালক মিঠু ভাই সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। ফলে কোনো সমস্যা হয়নি। সহজেই করতে পেরেছি। রাস্তা-ঘাটে যেখানে বলত সেখানেই শট দিতে হতো। নাচ শুরু করতে হতো। এর চেয়ে মজার অভিজ্ঞতা আর কী লাগে বলুন। 

আমাদের চারপাশে টিকটকারের অভাব নেই। কেমন লাগে তাদের? 

যে যার কাজ করবে। আমি বিচার করার কেউ না। কিন্তু ব্যক্তিগতভাবে রাস্তাঘাটে এসব পছন্দ করি না। কোথাও খেতে গেলেও ছবি তুলি না। কী খাচ্ছি, কোথায় যাচ্ছি—শেয়ার করি না। তাছাড়া আমি সামজিক মাধ্যমেও সেরকম সক্রিয় না। আমার অ্যাকাউন্ট পাবলিক তারপরও সবকিছু জানাতে চাই না। 

488206373_2998757090279325_5553090733927661632_n

ঈদে ১০ সিনেমা আসছে। এরমধ্যে আপনার একটি। কেমন লাগছে? 

খুব ভালো লাগছে। দশ দিনের ছুটিতে মানুষ দশটি সিনেমা দেখে ফেলতে পারবে। রোজার ঈদে ৪/৫ টা সিনেমা এসেছিল। প্রত্যেকটা দেখতে পেরেছি। বড় ছুটি ছিল। তাছাড়া ঈদের ছুটিতে কী করব বলুন? কিছুই তো করার নেই। ঈদের দিন বিকেলে মানুষ ঘুরতে বের হবে। অবসরে বসে সিনেমা দেখতে পারবে। কোন সিনেমাগুলো ভালো— দুই তিনদিনের মধ্যে জেনে যাবে। সেদিক থেকে বলা যায় মানুষকে ওই সময়টা দেওয়া হয়েছে।

আরিফিন শুভর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন… 

শুভ ভাইয়া আমার প্রিয় অভিনেতা। প্রথম সিনেমায় তার সঙ্গে কাজ করেছি। এটা আমার জন্য বড় পাওয়া। 

482346642_2976181432536891_7831433874507948700_n

ঈদে শাকিব খানের সিনেমাও আসছে। তাকে কি প্রতিদ্বন্দ্বী ভাবছেন? 

প্রতিদ্বন্দ্বী হওয়ার কিছু নাই। ‘তাণ্ডবে’র ট্রেলার ইন্টেরেস্টিং লেগেছে। আমি নিজেও ‘তাণ্ডব’ দেখব। দশ দিনের ছুটিতে কয়েকটা ছবি তো মানুষ দেখবেই। তাণ্ডব-ও দেখবে। নীলচক্র-ও মানুষ দেখবে। এ নিয়ে ভয়ের কিছু নেই। 

বর্তমান ব্যস্ততা ও দাম্পত্য জীবন… 

ব্যস্ততা নাটক নিয়ে। ঈদের জন্য অনেকগুলো নাটক করছি। আর দাম্পত্য জীবন খুব ভালো যাচ্ছে। ঈদের পর শ্রীমঙ্গল ঘুরতে যেতে পারি।

আরআর 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর