শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অনেকেই বলে আমি মাধুরীর মতো দেখতে: অথৈ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৫, ০১:৩২ পিএম

শেয়ার করুন:

অনেকেই বলে আমি মাধুরীর মতো দেখতে : অথৈ

ঢাকায় সিনেমার অভিনেত্রী সামিয়া অথৈ ক্যারিয়ারের প্রথম দিকে বিজ্ঞাপন চিত্রে অভিনয় দিয়ে শোবিজ যাত্রা শুরু করেন। গান ও নাচে পারদর্শী হওয়ায় অল্প সময়ে পরিচিতি পান। সিনেমায় নাম লেখান রায়হান রাফি পরিচালিত ‘দামাল’-এ অভিনয়ের মধ্যমে। এর আগে নাটক, ওয়েব সিনেমায় অভিনয় দিয়ে নজর কেড়েছিলেন। 

সিনেমার গল্প নিয়ে ভাবার সময় এসেছে


বিজ্ঞাপন


অভিনয় জীবনের আদর্শ মানেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণ মোস্তফাকে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অথৈ বলেন, ‘আমার আদর্শ সুবর্ণ মোস্তফা আপা। অভিনয় জীবনের শুরুর দিক ওনার সাথে আমার একটা কাজ হয়েছিল ‘গোলাপজান ছাত্রী নিবাস’। সেখানে আমি তাকে দেখেছি। আমি জানি না তিনি ব্যক্তি হিসেবে কেমন। তবে প্রথম যখন দেখেছিলাম তার ব্যক্তিত্ব আমার খুব ভালো লেগেছিল।’

Othoi_k

অভিনেত্রীর সৌন্দর্যে বুদ হয়ে আছেন ভক্ত অনুরাগীরা। অনেকে তার রূপের প্রশংসা করে বলেন বলিউড অভিনেত্রী মাধুরীর মতো দেখতে তিনি। সাক্ষাৎকারে কথায় কথায় সে কথাও তুলে ধরে বলেন, “ফেসবুকে আমার ছবি দেখে অনেকে বলেন আমার চেহারা নাকি মাধুরী দিক্ষীতের মতো দেখতে। যখন ‘কালবেলা’ সিনেমাতে কাজ করতে গিয়েছিলাম। শুটিংয়ের সময় টুটুল স্যার বলেছিলেন আমাকে নাকি বলিউড অভিনেত্রী স্মিতা পাতিলের মতো লাগছিল।”

ব্যর্থতায় বছর শুরু, হতাশায় শেষ


বিজ্ঞাপন


সবশেষে অভিনেত্রী বলেন, ‘আমি চাই আমার নিজস্বতা তৈরি হোক। আমাকে আমার মতোই লাগুক। সবাই অথৈ নামে জানুক।’

Othoi_l

অভিনেত্রীর বাবার ইচ্ছা ছিল মেয়ে আর্মি চাকরি করবে। তবে নিজের ইচ্ছাতে শোবিজের পা বাড়িয়েছিলেন। অভিনয় জীবনে কাজ করছেন জনপ্রিয় তারকা অভিনেতার সঙ্গে। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর