গেল রোজার ঈদে ৫টি সিনেমা মুক্তি পেয়েছিল। তবে এবার সংখ্যাটি দ্বিগুণ। মুক্তির মিছিলে যোগ হয়েছে চিত্রনায়ক নিরব অভনীত সিনেমা ‘শিরোনাম’। সামাজিক মাধ্যমে ছবিটির পোস্টার প্রকাশ করে খবরটি নিরব নিজেই জানিয়েছেন।
আজ বুধবার নিজের ফেসবুকে ‘শিরোনাম’-এর পোস্টার প্রকাশ করেন নিরব। বেশ মারকাটারি ভঙ্গিতে দেখা গেছে নিরবকে। লম্বা চুল, চোখে সানগ্লাস। গলায় শোভা পাচ্ছে চেইন আর লকেট।
বিজ্ঞাপন
নিরব বলেন, ‘ঈদে দেখা হবে সবার সঙ্গে, একদমই নতুন গল্প, নতুন চরিত্র নিয়ে। যে রকম গল্প দর্শক পর্দায় দেখতে চায়, এই সিনেমাটি ঠিক তেমন কিছু নিয়েই। আপাতত এর বেশি কিছু বলছি না। বাকি চমকগুলো শিগগিরই জানানো হবে টিম থেকে।’

তবে এ সিনেমায় নিরবের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন কিংবা গল্পের প্রেক্ষাপট কী—সেসব বিষয়ে এখনই জানাতে চাইলেন না সিনেমাটির সংশ্লিষ্টরা। জানা গেছে, ঈদে মুক্তির লক্ষ্যে এখন পুরোদমে শুটিং চলছে।
ছবির পরিচালক অনিক বিশ্বাস। গেল মাসে এর একটি অ্যানাউন্সমেন্ট পোস্টার প্রকাশ করেছিলেন তিনি। যার ট্যাগ লাইন ছিল, কি চাই, চেয়ার, পাওয়ার, টাকা নাকি নাম? ইব্রাহীম চায় শিরোনাম! সামাজিক মাধ্যমে বেশ সমাদৃত হয়েছিল সেটি।

