শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাসিনা হয়ে উঠতে চাওয়া অপরাধ, ফারিয়া প্রসঙ্গে পিনাকী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২৫, ০৯:৫৩ এএম

শেয়ার করুন:

হাসিনা হয়ে উঠতে চাওয়া অপরাধ, ফারিয়া প্রসঙ্গে পিনাকী

সম্প্রতি থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর গতকাল সোমবার অভিনেত্রীকে আদালাতে তোলে হলে জামিন নামঞ্জ্রু করে কারাগারে আটক রাখার আদেশ দেওয়া হয়। বিষয়টি নজর এড়ায়নি সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্যের। ফারিয়াকে নিয়ে সামাজিক মাধ্যমে নিজের মতো করে মত প্রকাশ করেছেন পিনাকী। 

নুসরাত ফারিয়াকে নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ


বিজ্ঞাপন


নিজের ফেসবুকে পিনাকী লিখেছেন, ‘নুসরাত ফারিয়া বলেছিল সে হাসিনা হয়ে উঠতে চায়। সব বাঙালি মেয়ের মধ্যেই একটা করে হাসিনা আছে। তার বক্তব্য নিয়ে মিডিয়ায় সেই সময়ের নিউজ এমন "মনে-প্রাণে শেখ হাসিনাকে ধারণ করেন তিনি।’ 

Untitled

এখানেই শেষ না তিনি যোগ করেন, ‘এমনকি শেখ হাসিনার মতো হতে চান ফারিয়া। এ অভিনেত্রী বলেছিলেন, শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর যদি জীবনে আর কোনো অভিনয় নাও করি, তাতে আফসোস থাকবে না। এটা অভিনেত্রীর বয়ান নয়। এইটা তার পর্দার ইমেজকে একজন ফ্যাসিস্টের পদতলে অর্ঘ্য দেওয়া।’  

নুসরাত ফারিয়া গ্রেফতার, যা বললেন ফারুকী


বিজ্ঞাপন


পিনাকী আরও বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। পলকের গার্লফ্রেন্ড হিসেবেও তার বিশেষ সুখ্যাতি আছে।’ 

476982358_1174432594042585_8537389121900327143_n

সবশেষে পিনাকী উল্লেখ করেছেন অভিনেত্রীর কাছে সাবেক সরকারের নানা অপকর্মের তথ্য আছে। তিনি লেখেন, ‘একজন ফ্যাসিস্ট এনেবেলার, আওয়ামী পাওয়ার সার্কেলের একজন গুরুত্বপূর্ণ মক্ষিরানীকে গ্রেফতার করাটা প্রফেসর ইউনুসের সরকারের জন্য জরুরী কাজ। তার কাছে থেকে ফ্যাসিস্ট জামানার অনেক কিছু জানার আছে। আর একজন হাসিনা হয়ে উঠতে চাওয়াটা অপরাধ তো বটেই। তার মানসিক চিকিৎসা করাও জরুরী।’ 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর