ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারের ঘটনায় সামাজিক মাধ্যম তোলপাড়। অনেকেই বিস্ময় প্রকাশ করছেন। কেউ কেউ ঝাড়ছেন ক্ষোভ। এই যখন অবস্থা ঠিক তখন অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে একটি পোস্ট।
আজ সোমবার নুসরাত ফারিয়ার পেজে একটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে বাবা-মায়ের সঙ্গে দেখা যাচ্ছে ফারিয়াকে। এডমিন পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সেইসঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, জাস্টিস ফারিয়া, রিলিজ ফারিয়া এবং প্রোটেস্ট ফারিয়া।

গতকাল রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানা এলাকায় এক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২মে ধার্য করেন আদালত।

