রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নুসরাত ফারিয়া ইস্যুতে যা বলছে শিল্পী সমিতি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০৬:২৩ পিএম

শেয়ার করুন:

নুসরাত ফারিয়া ইস্যুতে যা বলছে শিল্পী সমিতি 

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে। দেশ ছেড়ে থাইল্যান্ড যাওয়ার সময় আজ রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় তাকে। বিষয়টি নিয়ে এরইমধ্যে সামাজিক মাধ্যমে মত প্রকাশ করেছেন শিল্পীদের কেউ কেউ। এবার ফারিয়া ইস্যুতে সরব হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

সংবাদমাধ্যমকে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বলেন, ‘আমরা শিল্পী হই আর যে হই আমরা কেউই আইনের ঊর্ধ্ব নই। সে ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। আমাদের শিল্পীদের নামে যদি মামলা হয় তাহলে সেটা সত্য না মিথ্যা—এটা প্রমাণ করবেন আদালত। তিনি যদি নিরপরাধী হন তাহলে সে পর্যন্ত তো আমাদের অপেক্ষা করতে হবে। তবে একজন শিল্পীর ক্ষেত্রে আমরা আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করে থাকি।’


বিজ্ঞাপন


474448103_3724958647649378_1147733699837975622_n

এরপর বলেন, ‘দেখেন, এটি সম্পূর্ণ আইন-আদালতের বিষয়। তারপরও আমরা নিজেরাও এসব অভিযোগের বিষয়ে খোঁজখবর নিই। যদি মনে হয় যে তিনি অপরাধী নন, তাহলে আমরা তার পক্ষে আইনিভাবে আগানোর চেষ্টা করি।’

পুলিশ সূত্রে জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল অভিনেত্রীর বিরুদ্ধে। উক্ত মামলায় তাকে আটক দেখিয়ে বিমানবন্দর থেকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়।

494445088_3835511699927405_1611333753126037034_n


বিজ্ঞাপন


বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায়। যেহেতু মামলা রয়েছে, সে জন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে। এরপর ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয়।

463977972_3624994014312509_5078211402426190464_n

নুসরাত ফারিয়াকে সবশেষ জ্বিন ৩ সিনেমায় দেখা গেছে। গেল ঈদে মুক্তি পায় সিনেমাটি। এতে তার বিপরীতে ছিলেন আব্দুন নূর সজল। ছবিটি পরিচালনা করেন কামরুজ্জামান রোমান।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর