সোশ্যাল মিডিয়ায় আলোচিত ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে মন্তব্য করেন। নেটিজেনদের কাছে বেশ পরিচিত মুখ তিনি। সম্প্রতি এ ইউটিউবারকে ঘিরে নতুন গুঞ্জন। দেশ ছাড়ার পরিকল্পনা করছেন।
বিজ্ঞাপন
সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি মন্তব্যকে ঘিরে সরগরম হয়েছে। যেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমার আরও বড় হওয়ার শখ। আমার আকাঙক্ষা অনেক বেশি। আমি বিশ্বাস করি, আল্লাহ যতদিন আমার সঙ্গে আছেন, আমি আরও বড় হব ইনশাল্লাহ।’

২০২৩ সালে বিয়ে করেন দিশাকে বিয়ের পর থেকেই নেটদুনিয়ায় গুঞ্জন ছড়ায় দেশ ছাড়াছে সালমাব। দেশ ছাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব, এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। আমি অনেক আগে থেকেই বলেছি, যখন আমার সব শখ, স্বপ্ন পূরণ হয়ে যাবে তখন আমি দেশ ছেড়ে বাইরে যাব।’
বিজ্ঞাপন
বৈষম্যবিরোধী আন্দোলনে সরব ভুমিকা রেখেছিলেন। ওই সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়েও কথা বলাছেন এই ইনফ্লুয়েন্সার। সালমান বলেন, ‘আমি এখন বাংলাদেশ নিয়ে এত কথা বলি, কারণ এ দেশে আমি থাকি। কিন্তু যখন আমি এ দেশে থাকব না তখন দেশের জন্য কথা বলার অধিকারটা আমার থাকবে না। তখন ওই মুহূর্তে আমি কখনও দেশ নিয়ে কথা বলব না।’

দেশ ছাড়ার প্রসঙ্গ আবেগ নয়, বরং বাস্তবতার দিয়ে চিন্তা করে বলেছেন বলেও জানান তিনি। তার কথায়, ‘এখানে ইমোশনাল বিষয় ভাবার জায়গা নেই। বাস্তবিক অর্থে চিন্তা করলে দেখবেন, বাইরের দেশে পরিবার বড় করা, সেখানকার পরিবেশ, লাইফস্টাইল, জীবনযাত্রার মান সব ভালো।’
সালমান মুক্তাদিরের পর নাহিদের পাশে দাঁড়ালেন আরজে কিবরিয়া
সর্বশেষ তিনি বলেন, ‘আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল বিদেশ যাব। আমি অবশ্যই যাব। সেখানে গিয়ে যদি দেশের জন্য কোনো কিছু করার সুযোগ থাকে সেটাও করব।’
ইএইচ/

