সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নরমাল ডেলিভারিতে সন্তান প্রসব, আথিয়াকে নিয়ে গর্বিত সুনীল শেঠি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ০৫:৪২ পিএম

শেয়ার করুন:

নরমাল ডেলিভারতে সন্তান প্রসব, আথিয়াকে নিয়ে গর্বিত সুনীল শেঠি 

প্রসবকালীন জটিলতা এড়াতে সিজারের দ্বারস্থ হন অন্তঃসত্ত্বারা। এ পদ্ধতির আধিক্য এতটাই যে স্বাভাবিক প্রসব পদ্ধতি অনেকটাই কোনঠাসা। তবে বলিউড তারকা সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি সন্তান প্রসবে সিজার এড়িয়ে স্বাভাবিক পদ্ধতি-ই বেছে নিয়েছেন। 

মেয়ের এরকম সিদ্ধান্তে গর্বিত সুনীল। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন তা। তার কথায়, ‘এখন আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে প্রায় প্রত্যেকেই সিজারকে বিকল্প হিসেবে বেছে নেয়। তবে আমার মেয়ে স্বাভাবিক প্রসব করার বিকল্প বেছে নিয়েছিল। আমার মনে আছে, নার্সিংহোমে প্রত্যেক নার্স এবং শিশু বিশেষজ্ঞ আমায় বলেছিলেন, কীভাবে সম্পূর্ণ প্রক্রিয়ায় আথিয়া সাহসিকতা দেখিয়েছে। একজন বাবা হিসাবে আমার ভীষণ গর্ব হয়েছিল।’


বিজ্ঞাপন


hq720_(2)

মেয়ের প্রশংসায় পঞ্চমুখ সুনীল বলেন, ‘আমার স্ত্রী একজন অসাধারণ নারী, খুব সম্ভবত আথিয়া মায়ের থেকেই সমস্ত গুণ পেয়েছে। আমি আবারও একবার বলতে চাই, আথিয়া একজন অসাধারণ মা। এই কয়েক মাসে একবারও ও কাউকে বলেনি যে ও ক্লান্ত হয়ে পড়েছে, কষ্ট হচ্ছে বা কোনও চাপ অনুভব করছে।’

এ তারকা যোগ করেন, ‘প্রত্যেক বাবার মতো আমিও ভেবেছিলাম আমার মেয়ে এখনও ছোট রয়েছে, কিন্তু ও যেভাবে মাতৃত্বকে সামলেছে, তা এক কথায় অবিশ্বাস্য। নতুন জীবনের সঙ্গে ভীষণভাবে মানিয়ে নিয়েছে ও। সন্তান প্রসবের পর থেকে একাই সবকিছু সামলাচ্ছে, ওর জন্য আমি সত্যি ভীষণ ভীষণ খুশি।’

e386a0bfd33c85ad5d2da305d7fb6093


বিজ্ঞাপন


আথিয়া ঘর বেঁধেছেন ভারতীয় ক্রিকেট দলের সদস্য কে এল রাহুলের সঙ্গে। গেল ২৪ মার্চ কন্যা সন্তানের জন্ম দেন আথিয়া। রাহুল-আথিয়া তাদের কন্যা সন্তানের নাম রেখেছেন ইভারা। কাজের পাশাপাশি নাতনিকে নিয়ে সময় কাটে সুনীলের। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর