সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কানের লাল গালিচায় মৌমাছির হানা, বিপাকে এমা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ০১:৫০ পিএম

শেয়ার করুন:

কানের লাল গালিচায় মৌমাছির হানা, বিপাকে এমা 

কান সৈকতে জমে উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। বিশ্ব চলচ্চিত্রের যত ডাকসাইটে তারকা এসে জড়ো হয়েছেন। লাল গালিচায় ছড়াচ্ছেন দ্যুতি। ঠিক তখন সেখানে মৌমাছির হানা। মুহূর্তে অপ্রস্তুত হলিউড তারকা এমা স্টোন।

গতকাল শুক্রবার নিজের নতুন সিনেমা ‘এডিংটন’-এর প্রিমিয়ারে অংশ নিতে হাজির হন অস্কারজয়ী অভিনেত্রী। এ সময় লালগালিচায় তার পিছু নেয় এক মৌমাছি। রীতিমতো বিরক্ত করে মারছিল এমাকে।


বিজ্ঞাপন


emma_stone_1747453114022_1747453114272

এরইমধ্যে সে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, সহ-অভিনেতা পেদ্রো প্যাসকাল ও অস্টিন বাটলারের মাঝখানে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলেন এমা। ঠিক তখন তার দৃষ্টি যায় মাথার ওপর উড়ে বেড়ানো এক মৌমাছির ওপর। 

অগত্যা পোজ দেওয়া থেকে বিরত হন এমা। লাজুক হেসে পিছিয়ে যান তিনি। এসময় তাকে উদ্ধারে এগিয়ে আসেন সহ অভিনেতারা। প্যাসকাল হাত নেড়ে তাড়ানোর চেষ্টা করেন। অন্যদিকে বাটলার ফুঁ দিয়ে তাড়ানোর চেষ্টা করেন।

277440


বিজ্ঞাপন


কানে শ্বেতশুভ্র পোশাক পরে নিজেকে মেলে ধরেছিলেন এমা। এমার সিনেমা এডিংটন’-এর গল্প নিউ মেক্সিকোর একটি ছোট শহর নিয়ে। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৮ জুলাই। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর