সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্যান্টে প্রস্রাব করতে বলেন পরিচালক, শুনে যা করেছিলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ১২:৪৫ পিএম

শেয়ার করুন:

অভিনেত্রীকে প্যান্টে পস্রাব করতে বলেন পরিচালক, শুনে যা করেছিলেন…

পর্দায় কাজ করতে গিয়ে বিশেষ করে অভিনেত্রীদের বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। প্রযোজক, পরিচালকের আপত্তিকর প্রস্তাব হজম করতে হয়। হতে হয় হেনস্তার শিকারও। তবে দক্ষিণী অভিনেত্রী জানকী বদিওয়ালা পেয়েছিলেন অদ্ভুত এক প্রস্তাব। তাকে প্যান্টে প্রস্রাব করতে বলেছিলেন পরিচালক।

এতে মোটেও বিব্রত হননি অভিনেত্রী। বরং সানন্দে রাজি হয়েছিলেন। কেননা বিষয়টি শ্রুতিকটু হলেও তা ছিল একটি সিনেমার প্রয়োজনে। সেকারণেই লুফে নিয়েছিলেন তারকা।

Janki-Bodiwala

গুজরাটি সিনেমা ‘বশ’ নির্মাণকালীন ঘটনা এটি। এই ছবিতে একটি দৃশ্য রয়েছে যেখানে জাহ্নবীরূপী জানকী তান্ত্রিক দ্বারা এতটাই নিয়ন্ত্রিত হন যে নিজের পোশাক পরাবস্থায় প্রস্রাব করে দেন। দৃশ্যটি বাস্তবসম্মত করে তুলতে পরিচালক কৃষ্ণদেব ইয়াগনিক এরকম প্রস্তাব দিয়েছিলেন তাকে। 

বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে জানকি বলেছিলেন, ‘আমরা যখন ওয়ার্কশপ করছিলাম, তখন পরিচালক আমার কাছে জানতে চেয়েছিলেন যে, তুমি কি সত্যি এমনটা করতে পারবে? তাহলে বেশ ভালো প্রভাব পড়বে। আমি সেই প্রস্তাব পেয়েই খুব খুশি হয়েছিলাম। একজন অভিনেতা হিসেবে আমি পর্দায় এমন একটা কাজ করার সুযোগ পাচ্ছি। যা এর আগে কেউ কখনও করেনি।’

e1bf015966ebd4cb9fa077af7cadfc9a

তবে জানকী রাজি হলেও পরে দৃশ্যটি সম্ভব হয়নি। তার কথায়, ‘কিন্তু পরে শৈল্পিক দৃষ্টিকোণ থেকে এটি সম্ভব হয়নি এবং এর জন্য অনেক রিটেক নিতে হয়েছিল। সেটে এটা করা কার্যত অসম্ভব ছিল। সুতরাং আমরা অন্য উপায় বের করেছি।’ অভিনেত্রী জানান, দৃশ্যটির জন্য সিমুলেশন ব্যবহার করা হয়েছিল যাতে মনে হয় জানকী আসলেই নিজের পোশাকে প্রস্রাব করছেন।

২০২৪ সালে ‘শয়তান’ নামে ‘বশে’র রিমেক করা হয় বলিউডে। এতে অভিনয় করেন অজয় দেবগন। তবে গুজরাটি সংস্করণে জানকী এততাই ভালো করেছিলেন যে ‘শয়তানে’র জাহ্নবী চরিত্রেও তাকেই রাখা হয়। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর