সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে তোলপাড় চলছে। গত সোমবার ১২ মে সাবেক রাষ্ট্রপতির ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষারের সঙ্গে থাইল্যান্ডের উদ্দেশে দেশত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, এখন শারীরিক অবস্থা গুরুতর। তিনি দাঁড়িয়ে থাকার সক্ষমতাও হারিয়েছেন। থাইল্যান্ডের একটি হাসপাতালে ক্যানসারের চিকিৎসা চলছে সাবেক রাষ্ট্রপতির।
আজ বৃহস্পতিবার সাবেক রাষ্ট্রপতির ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার সোশ্যাল মিডিয়া এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে সাবেক রাষ্ট্রপতিকে। ওই পোস্টের পর গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। এদিকে গণমাধ্যমের একটা ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ।
বিজ্ঞাপন
দুঃখিত ডালিম সাহেব, পাকিস্তান ভালোবাসি না: প্রিন্স মাহমুদ
আজ বৃহস্পতিবার (১৫ মে) সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতির ছবি দিয়ে খালেদা জিয়ার প্রসঙ্গে টানলেন এ সুরকার। তিনি লিখেছেন, ‘হামিদ সাহেবের সুস্থতা কামনা করছি। মনে পড়ছে বেগম খালেদা জিয়াকে চরম অসুস্থ অবস্থায় দেশের বাইরে না যেতে দেওয়া। অসুস্থতা নিয়ে মজা মশকরার করার সময় কেউ কোনো আবেগঘন পোস্ট দেননি।’
তিনি আরও লিখেছেন, ‘কী জঘন্য! অসুস্থতম সে হাস্য রঙ্গ মজাক ছিল। রাষ্ট্রের অভিভাবক হিসেবে তখন কিছু করেননি। চিকিৎসা ঠিক মত হলে আরও অন্ত্যত দশ বছর তিনি সুস্থ থাকতেন। যাই হোক…।’
বিজ্ঞাপন
আবদুল হামিদের ছোট ছেলে আবেগঘন পোস্টে সাবেক রাষ্ট্রপতির শারীরিক অবস্থা উল্লেখ করে লিখেছেন- ‘এরকম একটা পোস্ট দিবার জন্য দুঃখিত। ৮২-৮৩ বৎসরের একজন বয়স্ক লোক যিনি কিনা অসুস্থতার কারণে এখন ২ মিনিট দাঁড়িয়ে থাকতে পারছেন না, ২ ঘণ্টা বসে থাকতে পারছেন না বাধ্য হয়ে বিছানায় শুয়ে পড়েন। ওজন কমতে কমতে ৫৪ কেজিতে দাঁড়িয়েছে, যে কারণে নিজের কোনো প্যান্ট পরতে পারছেন না। বাধ্য হয়েই লুঙ্গি পরে থাকতে হচ্ছে।’
ইএইচ/

