বছর ঘুরে ফের শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। গত মঙ্গলবার ১৩ মে ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে ৭৮তম আসরের পর্দা উঠেছে। এই আয়োজন চলবে আগামী ২৫ মে পর্যন্ত। ইতোমধ্যে কানের রেড কার্পেটে পা রেখেছেন হলিউড, বলিউডসহ বিশ্বের জনপ্রিয় তারকারা। তবে নিজ দেশের কান উৎসবের লাল গালিচায় পা রাখার সুযোগ পাচ্ছেন না ফরাসি অভিনেতা থিও নাভারো মুসি।
যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হওয়ায় ফরাসি অভিনেতাকে কান চলচ্চিত্র উৎসবের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। জানা গেছে অভিনেতার ‘Dossier 137’ সিনেমাটি প্রদর্শনের কথা রয়েছে। তবে এই প্রদর্শনীতে থাকতে পারবেন না থিও। ডমিনিক মল পরিচালিত এ ছবিতে পাশ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি।
বিজ্ঞাপন
কান চলচ্চিত্র উৎসব ২০২৫: পর্দা উঠলো ৭৮তম আসরের
জানা গেছে, অভিনেতার বিরুদ্ধে তিন প্রাক্তন প্রেমিকাকে ধর্ষণ, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে। যারা ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে থিওর বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলা এখনও নিষ্পত্তি হয়নি।

কান উৎসব সম্প্রতি একটি নৈতিক সজাগতা নীতি চালু করেছে, যেখানে প্রতিটি চলচ্চিত্রের প্রযোজনা দলকে নিশ্চিত করতে হবে যে চলচ্চিত্র নির্মাণের সময় নারী সহকর্মীদের নিরাপত্তা, মর্যাদা ও নৈতিকতা বজায় রাখা হয়েছে।
বিজ্ঞাপন
আগামীকাল শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব
উৎসব শুরুর আগেই কানের মহাসচিব থিয়েরি ফ্রেমো ফরাসি চলচ্চিত্রের প্রযোজনা দলের সঙ্গে একমত হয়ে, থিও নাভারো-মুসিকে লাল গালিচায় অংশ নেওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেন। যা কান চলচ্চিত্র উৎসবের ইতিহাসে প্রথম।

উৎসবের মহাসচিব থিয়েরি বলেন, ‘যেহেতু মামলার ওপর আপিল হয়েছে এবং বিচারিক প্রক্রিয়া চলমান, তাই আমরা এটিকে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে ধরে নিতে পারি না। যখন বিচার প্রক্রিয়া শেষ হবে, তখন বিষয়টি ভিন্নভাবে দেখা হবে।’
পর্দা উঠেছে কান চলচ্চিত্র উৎসবের
এবারের আসরে বেশ কিছু নতুন নিয়ম যুক্ত করেছে কান কর্তৃপক্ষ। এর মধ্যে উল্লেখযোগ্য কানে আপত্তিকর পোশাক নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও কোনো অভিনয়শিল্পীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ থাকলে তাকেও নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছে কান আয়োজকরা।
ইএইচ/

