রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইসলামের পথে চলায় এতো বাধা কেন— লুবাবার প্রশ্ন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০২৫, ১২:০৮ পিএম

শেয়ার করুন:

ইসলামের পথে চলায় এতো বাধা কেন— লুবাবার প্রশ্ন 

সামাজিক মাধ্যম থেকে বোঝা যায় শিশুশিল্পী সিমরিন লুবাবার জীবন আচারে পরিবর্তন এসেছে। আজকাল তাকে ধর্মীয় পোশাকে আবৃত থাকতে দেখা যায়। নিজেও জানিয়েছে ইসলামী নিয়ম অনুসারে পথ চলছে সে। এবার সামাজিক মাধ্যমে আনল এক অভিযোগ, ইসলামিক পথচলায় এতো বাধা কেন?

গতকাল বুধবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছে লুবাবা। নিজের ফেসবুকে সে লিখেছে, রিলস আর টিকটকের মধ্যে পার্থক্য আপনারাই বলেন? আমি যেখানে একদম চুপচাপ,সেখানে আমাকে নিয়ে বারবার খোঁচা মেরে কথা। অকথ্য ভাষায় যা তা বলা। কিন্তু কেন?


বিজ্ঞাপন


493147560_1218861976905932_2219430230296530016_n

এরপর লুবাবা প্রশ্ন রেখেছে, ইসলামিক পথচলায় এতো বাধা কেন? আপনি টিকটক করলে আমি বলতে পারব না? আর আমি একবারও বলি নাই টিকটক খারাপ। ডিপেন্ড করে আপনার প্রেজেন্টেশন।  

লুবাবা যোগ করেছে, আর আমি রিলস করে নাচাগানা কখনও করি না। আমি কয়েকটি ব্র্যান্ডের সাথে কাজ করি, সো আমি ফুড/ ইসলামিক রিলেটেড কন্টেট বানাই। আমি বারবার বলি, আমাকে দিয়ে আপনারা খারাপ কোনো শিক্ষা পাবেন না। আর আমাকে এই মানুষগুলো যতোছোট করেই কথা বলুক না কেন, আমি লুবাবা আমার মতো করেই চলব যেভাবে নিজেকে পরিবর্তন করে চলছি।

497731402_1238189491639847_8775517966531093276_n


বিজ্ঞাপন


সবশেষে সবার উদ্দেশে লুবাবার বার্তা, এটাই তাদের জন্য আমার লাস্ট মেসেজ।  হেদায়েত করুক আল্লাহ আপনাদের। খুব শিগগিরই আপনি আপনার ভুল বুঝে আল্লাহর পথে আসবেন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর