রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফির বিজয়ী যে দল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৫, ১১:৫১ এএম

শেয়ার করুন:

সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফির বিজয় যে দল

পর্দা নামলো তারকাদের অংশগ্রহণে ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’-এর। এবারের আসরে জয়ী হয়েছেন সিয়াম-মেহজাবীদের গিগাবাইট টাইটান্স। নারী ও পুরুষ উভয় বিভাগেই শিরোপা ঘরে তোলে দলটি। 

বসুন্ধরা স্পোর্টস সিটিতে মঙ্গলবার (১৩ মে) জমজমাট ফাইনালে ৯ উইকেটের দাপুটে জয় নিয়ে শিরোপা জিতেছে দলটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছিল গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। গতকাল শিরোপা নির্ধারণী ম্যাচে গিগাবাইট টাইটানস পুরুষ দলের নেতৃত্ব দেন সিয়াম আহমেদ। অভিনেতার দল মুখোমুখি হয় পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নধরা স্পারটান্সের। 

ccl_hh

প্রথমে ব্যাট করে স্পারটান্স নির্ধারিত ১৮ ওভারে ৯ উইকেটে ১৩৭ রান তোলে। দলটির হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন আন্তু ওয়ালিদ। এছাড়া জয় ১৮ রান করতে সক্ষম হয়, তবে বাকিরা দুই অঙ্ক ছুঁতে পারেননি।

সেলিব্রেটি ক্রিকেট লীগে মারামারির সূত্রপাত যেভাবে


বিজ্ঞাপন


জবাবে গিগাবাইট টাইটানস ১৩৮ রানের লক্ষ্য মাত্র ১৬ ওভারে ১ উইকেট হারিয়ে পূরণ করে। ওপেনার পার্থ শেখ ৫৬ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন। জাহিদুর আশিক করেন ৩৮ রান এবং সাইদুর পাভেলের ৮ বলে ১৯ রানের ঝড়ো ব্যাটিং ওপর ভর জয় নিশ্চিত করে সিয়ামের দল।  

টাইটানসের পক্ষে দাউদ ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।  

496058501_2152039395259097_6232206401739234200_n

এদিকে নারী বিভাগের ফাইনালে মেহজাবীন চৌধুরীর নেতৃত্বে গিগাবাইট টাইটানস মুখোমুখি হয় স্বপ্নধরা স্পারটান্সের। মাত্র ২ ওভারে অনুষ্ঠিত এ ম্যাচে স্পার্টানস ১৭ রান করে। জবাবে গিগাবাইট টাইটানস ৩ বল হাতে রেখেই ১০ উইকেটে জয় নিশ্চিত করে। অপরাজিত মালিহার ব্যাট থেকে গিগাবাইটের ৮ রান আসে। মেহজাবীন চৌধুরী সংগ্রহ করেন ৩ রান।

সেলিব্রেটি ক্রিকেট লীগে মারামারি, আহত ৬

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন, রুবেল হোসেন, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, অভিনেতা ও আয়োজক ইরফান সাজ্জাদ, দুই দলের মেন্টর নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম ও মোস্তফা কামাল রাজ এবং টি স্পোর্টসের এজিএম এ আর মল্লিক রনি।

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর