শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অনুষ্ঠানে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন দক্ষিণী তারকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২৫, ০১:০৭ পিএম

শেয়ার করুন:

অনুষ্ঠানে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন দক্ষিণী তারকা

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিশাল কৃষ্ণ তামিলনাড়ুর ভিল্লুপুরমে একটি অনুষ্ঠান চলাকালীন সময় হঠাৎ মঞ্চে জ্ঞান হারিয়ে পড়ে যান। তৎক্ষণাৎ জরুরি চিকিৎসার জন্য অভিনেতাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। গতকাল সোমবার (১১ মে) এই ঘটনা ঘটে। 

দেশকে এক করতে হলে, সিনেমাও এক হতে হবে: বিজয়


বিজ্ঞাপন


ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, অভিনেতা তামিলনাডুর কুভাগাম গ্রামের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তামিল নববর্ষের উৎসবের অংশ হিসেবে গত রোববার রাতে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য ‘মিস কুভাগাম ২০২৫’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। 

476468320_1183562806459749_6786574039046341255_n

ওই অনুষ্ঠান চলাকালীন অভিনেতা বিশাল অজ্ঞান হয়ে মঞ্চে পড়ে যান। ঘটনার পর তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসায় তিনি জ্ঞান ফিরে পান। এরপরই তাকে পাশের একটি হাসপতালে ভর্তি করা হয়। এদিকে অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেন।

ভারতীয় সিনেমা, আমি আসছি- ওয়ার্নার


বিজ্ঞাপন


সম্প্রতি অভিনেতা এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত ছিলেন। তা সত্ত্বেও তিনি অনুষ্ঠানে উপস্থিত হন। অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, ডেঙ্গু রোগ থেকে মুক্তি পেলেও দৃশ্যত অসুস্থ ছিলেন এবং সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। দাঁড়ানোর জন্য সাহায্যের প্রয়োজন হচ্ছিল। এমনকি ওই ভিডিও দেখা যায় অভিনেতা মাইক ধরে কাপছেন।  

476420115_1183558953126801_2827403960253754510_n

বলে রাখা ভালো, বিশাল কৃষ্ণ অভিনীত ‘মাধা গজ রাজা’ ছবিটি মুক্তি অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যে ছবির ট্রেলার ঝড় তুলেছে নেটদুনিয়া। সুন্দর সিং পরিচালিত সিনেমায় বিশাল ছাড়াও অভিনয় করেছেন অঞ্জলি, সোনু সুদ, সান্থানাম নীলামেগাম প্রমুখ।  
 
ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর