সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শুটিংয়ে গুরুতর আহত তটিনী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২৫, ০৯:৩৯ এএম

শেয়ার করুন:

শুটিংয়ে আহত তটিনী, কেমন আছেন অভিনেত্রী?

তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন। রোববার (১১ মে) চট্টগ্রামে একটি নাটকের শুটিং করছিলেন তিনি। সেখানেই আহত হয়েছেন দর্শকপ্রিয় এ অভিনেত্রী। তথ্যটি নিশ্চিত করেছেন তারই সহশিল্পী তৌসিফ মাহবুব।

চট্টগ্রামে ‘মন মঞ্জিলে’নামের একটি নাটকের শুটিং চলছিল। শুটিং চলাকালীন মাথায় আঘাত পেয়েছেন তটিনী। দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়া হয় অভিনেত্রীকে। 


বিজ্ঞাপন


আত্মহত্যার চেষ্টা ইয়াশ-তটিনীর!

তৌসিফ মাহবুব বলেন, চট্টগ্রামে আমরা ঈদের জন্য একটি নাটকের শুটিং করছিলাম। আজ সন্ধ্যায় সেটের একটি লাইট স্ট্যান্ড তটিনীর মাথার ওপর পড়ে যায়। এতে আঘাত পেয়েছেন তিনি। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে এসেছি। বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন তটিনী। 

Totitny_1

জানা গেছে, শুটিং সেটে দূর্ঘটনার পর অভিনেত্রীকে দ্রুত পাশে অবস্থিত ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, যেহেতু মাথায় চোট লেগেছে, এখন সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। 


বিজ্ঞাপন


রাজুর 'রেশমি চুড়ি' নাটকে জোভান-তটিনী

তারা পর্যবেক্ষণে রেখেছেন। কথা বলতে নিষেধ করেছেন অভিনেত্রীকে। চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে ‘মন মঞ্জিলে’নাটকের শুটিং করছিলেন তটিনী ও তৌসিফ। এ নাটকটি নির্মাণ করছেন হাসিব হোসাইন রাখি।  

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর