পৃথিবীতে সবচেয়ে নিখাদ হলো মায়ের ভালোবাসা। মা সবসময় সন্তানের জন্য আঁচলে ভালোবাসা গচ্ছিত রাখেন। তার অসীম মমতা সন্তানের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত ছায়ার মতো থাকে। এই ভালোবাসার ঋণ শোধ করা কখনও সম্ভব না।
তবুও সন্তান মায়ের এই মমতার উত্তরে নিজেদের ভালোবাসার কথা জানাতে চায়। সেজন্যই বেছে নেওয়া হয়েছে আজকের দিনটি। এই দিনে (৮ মে) পাশ্চাত্যের দেশগুলোতে ঘটা করে মা দিবস পালন করা হয়।

মাতৃত্বের যন্ত্রণার কথা জানাতে দিনটিকেই বেছে নিলেন বলিউড তারকা কারিনা কাপুর। তার মতে একজন মাকে যে যন্ত্রণা সহ্য করতে হয় সে যন্ত্রণায় পৃথিবী শেষ হয়ে যেতে পারে।
সামাজিক মাধ্যমে কারিনা লিখেছেন, “একজন মাকে কখনও ছোট করবেন না। পৃথিবী যে যন্ত্রণায় শেষ হয়ে যেতে পারে, সেই যন্ত্রণা একজন মা সহ্য করেছে। রাতের পর রাত না ঘুমোলে মাথা কাজ করে না। কিন্তু একজন মায়ের সেই অভিজ্ঞতা রয়েছে।”

কারিনাকে সবশেষ দেখা গেছে ‘সিংহাম অ্যাগেইন’সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন অজয় দেবগন। আরও ছিলেন রণবীর সিং, দীপিকা, অক্ষয় কুমার, সালমান খান প্রমুখ।

