রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রেম-বিয়ের পরিকল্পনা নিয়ে যা বললেন জয়া 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২৫, ০১:৫৬ পিএম

শেয়ার করুন:

প্রেম-বিয়ের পরিকল্পনা নিয়ে যা বললেন জয়া 

আট থেকে আশি—দুই বাংলা জয়ার প্রেমে বানভাসি। কিন্তু একটা সময় নিজেই প্রেমে ভেসেছেন তিনি। করেছিলেন বিয়ে। স্বামীর নাম ছিল ফয়সাল আহসান। সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। সাংসারিক নানা জটিলতার কারণে ২০১১ সালে বিচ্ছেদ হয় তাদের।

এরপর দ্বিতীবার বিবাহবন্ধনে আবদ্ধ হননি জয়। প্রায় এক যুগ ধরেই একা জীবন কাটাচ্ছেন তিনি। এর মধ্যে অনেকের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠেছে অভিনেত্রীর। কিন্তু ‘কবুল’ বলেননি।

434295440_18223684036281767_270128608369950504_n_20241012_121110105

অনুরাগীদের প্রশ্ন—জয়া কি তাহলে বাকি জীবনটা একাই কাটিয়ে দেবেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

জয়া বলেন, ‘সবসময় একটা কথাই বলি, আমি কখনো রোডম্যাপ করে চলি না। যদি কখনো ইচ্ছে হয়, বিয়ে শাদি করেই নিতে পারি। কিন্তু আপাতত এই মুহূর্তে কোনো প্ল্যান নেই।’


বিজ্ঞাপন


jay-20220909153315

জয়ার যত প্রেম দর্শকের সঙ্গে। এরকম উল্লেখ করে বলেন, ‘আমার প্রেমটা দর্শকদের নিয়ে, আমার কাজ নিয়ে। আসলে অনেক আগেই হয়ে গেছে এটা। আমার সিনেমার কাজের সাথে যেটা সত্যিকার অর্থে আমার বড় প্রেম। দর্শক রাগ করুক বা বলুক যে জয়া একঘেয়ে কথা বলে। কিন্তু আমার প্রেম বিয়ে সংসার সবকিছুই ওই অভিনয়ের সাথেই।’

চলতি মাসের ১৬ তারিখ মুক্তি পেতে যাচ্ছে জয়া অভিনীত ‘জয়া আর শারমিনের গল্প’। সিনেমাটি প্রযোজনা করেছেন জয়ার সংস্থা সি তে সিনেমা। নির্মাণ করেছেন পিপলু আর খান। সম্প্রতি ছবিটির মুক্তি উপলক্ষে কথা বলতে গিয়েই ব্যক্তিগত জীবনের ঝাঁপি খুলেছিলেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর