মানুষের শখের শেষ নেই। তবে কিছু শখ এত বিচিত্র যে শুনলেই নবড়চড়ে বসতে হয়। এই যেমন বলিউড তারকার অজয় দেবগনের শখ রসগোল্লা মদে চুবিয়ে খাওয়া। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানিয়েছেন বিষয়টি।
অজয় জানান, এক বিচিত্র উপায়ে মদ্যপান করতে পছন্দ করেন। বন্ধুদের সঙ্গে বসে রসগোল্লার রস চেপে বের করেন। তারপর সেই শুকনো রসগোল্লা ফেলে দেন মদের গ্লাসে। মদে টইটুম্বুর রসগোল্লাই তার সব থেকে পছন্দ।

তবে সে শখের সঙ্গে এখন সখ্যতা নেই অভিনেতার। কেননা গত কয়েক বছর মদ্যপান প্রায় ছেড়ে দিয়েছেন। দিনে দুই বার সামান্য পরিমাণে পান করেন। মদ্যপান প্রসঙ্গে তার মন্তব্য, “আইনি ছাড়পত্র পাওয়ার পর থেকেই আমি মদ্যপান করি, ভালো মদ খেতে আমি ভা্লোবাসি।”
এদিকে নিজে মদ ছাড়লেও মানুষকে মদ খাওয়ানোর দায়িত্ব কাঁধে নিয়েছেন। কেননা তিনি নেমেছেন মদের ব্যবসায়। একটি সিঙ্গল মল্ট উৎপাদক সংস্থায় বিনিয়োগ করেছেন। বহুমুল্যের সে মদের একেক বোতলের দাম প্রায় ৫০ থেকে ৬০ হাজার রুপি। সারা পৃথিবীতে মাত্র ১২০০ টি বোতল পাওয়া যাবে।

