আজ ঢাকাই সিনেমার কিংবদন্তী অভিনেত্রী শাবানার জন্মদিন। এ বছর ৭০ এ পা রাখলেন তিনি। ১৯৫২ সালের ১৫ জুন চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন শাবানা।
জন্মদিনে দেশ ও দেশের বাইরে অবস্থানরত অগণিত অনুরাগীর শুভেচ্ছা ও শুভকামনায় সিক্ত হচ্ছেন শাবানা। সেই সঙ্গে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন তার সহকর্মীরা এবং এ প্রজন্মের অভিনয়শিল্পীরা। ঢালিউড অভিনেত্রী নিপুণ আক্তারও রয়েছেন সেই দলে। তিনি জনপ্রিয় এই নায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন অন্যদের চেয়ে একটু আলাদাভাবে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে শাবানার সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করে নিপুণ লিখেছেন, ‘শা= শাশ্বত, বা= বাংলার আর না= নাজ (গর্ব)।’
এ সময় শাবানার নামের সঙ্গে একাধিক বিশেষণ যুক্ত করে নিপুণ আরও লিখেন, ‘জননন্দিত অভিনেত্রী একজনই। তিনি শাবানা। তিনি আমাদের প্রেরণাদায়ী। এই মহান শিল্পীর শুভ জন্মদিনে আমাদের তরফ থেকে বিনম্র শ্রদ্ধা। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’
ঢাকাই সিনেমার সোনালী যুগের জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম শাবানা। এদেশের আবহমান বাংলার নারীদের চিরায়িত রূপ পর্দায় ফুটে উঠেছে তার অভিনয়ের মাধ্যমে। তিনি চলচ্চিত্রাঙ্গনকে বিদায় জানিয়েছেন অনেকদিন হলো। তারপরও সিনেমাপ্রেমী বাঙালির হৃদয়ে তার আসনটি রয়েছে আগের মতোই অটুট।
আরআর

