অবসরপ্রাপ্ত ডাক্তার সফদার চৌধুরী ও তাঁর বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের শিশুদের মধ্যে বুদ্ধপূর্ণিমাকে ঘিরে চলে উৎসবের আয়োজন। শিশুরা ইউটিউব কন্টেন্ট বানানোর পরিকল্পনা করে। সফদার চৌধুরী শিশুদের জানায় বাড়িতে লুকিয়ে থাকা গুপ্তধন খুঁজে বের করতে।
তিনি শিশুদের জটিল সব ধাঁধার মাধ্যমে ক্লু দিতে থাকেন। এতে উঠে আসে গৌতম বুদ্ধের জীবনী। অবশেষে শিশুরা গুপ্তধন খুঁজে পেলে সেই গুপ্তধনকে ঘিরে তৈরি হয় নতুন রহস্য।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরা, সায়ান, ঋদ্ধি, তূর্র্য, ঋ জুনি, কাওসার এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন-আবুল হায়াত, শাহানাজ খুশী প্রমুখ।
বিজ্ঞাপন
বুদ্ধপূর্ণিমার বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা-সিজন ২’ পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। দুরন্ত টিভিতে নাটকটি প্রচারিত হবে ১১ মে, রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে ও রাত ৯টায়।
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রান্না বিষয়ক অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’ এর বিশেষ পর্ব প্রচারিত হবে দুরন্ত টিভিতে। অনুষ্ঠানটিতে দেখা যাবে একজন শিশু তার মায়ের সাথে সঞ্চালকের বাসায় আসে। তারা আনন্দ করে, গল্প বলে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বিশেষ খাবার রান্না করে। সঞ্চালক গল্প বলার মাধ্যমে খাবারের উপকরণগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য দেন।
_20250510_113700874.png)
বিজ্ঞাপন
‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’ অনুষ্ঠানের বুদ্ধপূর্ণিমা বিশেষ পর্ব পরিচালনা করেছেন আমিনা নওশিন রাইসা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন রন্ধনশিল্পী আফিফা আখতার লিটা।
দুরন্ত টিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে ১১ মে সকাল ১১টায় ও দুপুর ২টা ৩০ মিনিটে। এছাড়াও বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘আলো আমার আলো’ প্রচারিত হবে ১১ মে সকাল ৭টা ৩০ মিনিটে।

