সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নানা বাড়ি ফরিদপুরে হলেও কখনই যাননি ‘বরবাদ’-এর জিল্লু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০২৫, ০৩:২৩ পিএম

শেয়ার করুন:

‘বরবাদ’-এর জিল্লুর নানা বাড়ি ফরিদপুর

‘বরবাদ’ সিনেমায় ‘জিল্লু’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন কলকাতার অভিনেতা শ্যাম ভট্টাচার্য। রীতিমতো তারকা তিনি। ‘এই জিল্লু মাল দে’ সংলাপ শাকিবিয়ানদের মুখে মুখে ফিরছে। কয়েকদিন আগে পর্দার এই জিল্লু ঢাকায় এসেছিল ‘বরবাদ’-এর দর্শকদের সঙ্গে আনন্দ উপভোগ করার জন্য।

'বরবাদ'-এর জিল্লু ঢাকায় আসছেন


বিজ্ঞাপন


ব্লক বাস্টার হিট ‘বরবাদ’ সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের পিএসের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে ‘জিল্লু’ খ্যাত শ্যামকে। বাংলাদেশে সফরকালে গণমাধ্যমকে তিনি জানান, ফরিদপুর জেলায় তার নানা বাড়ি।  

Samm_qq

তিনি বলেন, ‘আমার নানা বাড়ি ফরিদপুর। তবে কখনও যাওয়া হয়নি। আশা প্রকাশ করেন পরবর্তীতে কোনো এক সময় নানা বাড়ি যাবেন। সাক্ষাৎকারে বাংলাদেশের রাজধানী ঢাকার প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা। শ্যামের ভাষ্য, ‘ঢাকা শহর আমার কাছে দারুণ লেগেছে।’ 

এবার আন্তর্জাতিক অঙ্গনে 'বরবাদ', মুক্তি পাচ্ছে যে দেশগুলোতে


বিজ্ঞাপন


মেহেদী হাসান হৃদয় পরিচালিত, শাহরীন আক্তার ও আজিম হারুনের প্রযোজনায় এ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

1746089571-879ae1772f6461ca991b327b457011c2_20250501_174911216

সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ‘জিল্লু’ খ্যাত শ্যাম ভট্টাচার্য, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্তের মত তারকারা। সিনেমার বিশেষ আকর্ষণ আইটেম গানে পারফর্ম করেছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। 

ইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর