অবশেষে ধোঁয়াশার চাঁদর সরিয়ে আলোর মুখ দেখল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। আজ শুক্রবার (৯ মে) সকাল থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শুরু হয়েছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন চলচ্চিত্র পরিচালকরা।
শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে প্রবেশ নিষেধ, নির্মাতাদের ক্ষোভ
বিজ্ঞাপন
দুইবার ভোট গ্রহণের তারিখ পিছিয়ে ৯ মে নির্ধারণ করা হয়। এরইমধ্যে গতকাল বৃহস্পতিবার (৮ মে) গুঞ্জন উঠেছিল আদলতে নিষেধাজ্ঞায় তৃতীয়বারের মতো স্থগিত হচ্ছে পরিচালক সমিতির নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল গত বছরের শেষ দিকে। সেই সময় অনিবার্য কারণে তা পিছিয়ে যায়। পরবর্তী তারিখ ধার্য করা হয় চলতি বছরের ১০ জানুয়ারি। সেদিনও ভোটগ্রহণ স্থগিত হয়। সব জটিলতা পেরিয়ে এবার নির্বাচনের মাঠে নেমেছে দুটি প্যানেল।
বলে রাখা ভালো, এবারের পরিচালক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন মুশফিকুর রহমান গুলজার-সাফিউদ্দিন এবং শাহীন সুমন-শাহীন কবির টুটুলের দুইটি প্যানেল।

বর্তমান মহাসচিব শাহীন সুমন এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে। তিনি প্যানেল গড়েছেন শাহীন কবির টুটুলকে নিয়ে। এই প্যানেল থেকে সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন মনতাজুর রহমান আকবর (সহ-সভাপতি), কবিরুল ইসলাম রানা (উপমহাসচিব), সেলিম আজম (কোষাধক্ষ), ওয়াজেদ আলী বাবুল (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), বন্ধন বিশ্বাস (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), সাইফ চন্দন (সাংস্কৃতিক ও ক্রীড়া)।
বিজ্ঞাপন
শিল্পী সমিতির নির্বাচনে দেখা যাবে অপু বিশ্বাসকে?
অন্য প্যানেলে পরিচালক গুলজার-সাফিউদ্দিন সভাপতি ও মহাসচিব পদ ছাড়া সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন আবুল খায়ের বুলবুল (সহ-সভাপতি), সালাউদ্দিন (উপমহাসচিব), সাইমন তারিক (কোষাধ্যক্ষ), আবদুর রহিম বাবু (সাংগঠনিক), রফিক শিকদার (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), এস ডি রুবেল (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), মুস্তাফিজুর রহমান মানিক (সাংস্কৃতিক ও ক্রীড়া)।
ইএইচ/

