সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পলাশ পারিবারিক কলহের জেরে পৃথিবী ছেড়ে চলে গেল: জায়েদ খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০২৫, ১০:৩৬ এএম

শেয়ার করুন:

পলাশ পারিবারিক কলহের জেরে পৃথিবী ছেড়ে চলে গেল: জায়েদ খান

চট্টগ্রামে র‍্যাবের কার্যালয় থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় সহকারী পুলিশ সুপার পলাশ সাহার লাশ উদ্ধার করা হয়। এসময় তার কক্ষ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং চিরকুট‌ও পাওয়া গেছে। 

বুধবার (৭ মে) দুপুরে নগরের চান্দগাঁও ক্যাম্প থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন, চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) জাহাঙ্গীর আলম।   


বিজ্ঞাপন


চট্টগ্রামে র‍্যাব কার্যালয় থেকে এএসপির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

এএসপি পালাশের আত্মহত্যার খবর প্রকাশ্যে আসতেই সহকর্মী ও শুভাকাঙ্খীরা শোক জানিয়েছেন। নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে মৃত্যুর আগে লেখা চিরকুট আর তার বহু অর্জনের স্মৃতি। 

495912438_9969073193157716_1301860222371020846_n

এদিকে পালাশের আত্মহত্যার খবর শুনে ভেঙে পড়েছেন অভিনেতা জায়েদ খান। মার্কিন মুলুক থেকে বিশ্ববিদ্যালয়ের ছোট ভাইয়ের আত্মহত্যার খবরে শোক জানিয়ে একটি পোস্ট দিয়েছেন অভিনেতা। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘ছোট ভাই পলাশ। একই বিশ্ববিদ‍্যালয়ের হওয়াতে দেখা হলে ভালো লাগত। খুব ভালো ছেলে ছিল। দেখা হলেই হাসি দিয়ে বলতেন ভাইয়া চা খাবেন?’


বিজ্ঞাপন


অনন্ত জালিল ও জায়েদ খান কত পারিশ্রমিক নেন

সর্বশেষ তিনি লিখেছেন, ‘ছেলেটা (পলাশ) আজকে পারিবারিক কলহের কারণে পৃথিবী ছেড়ে চলে গেল। মেনে নিতে কষ্ট হচ্ছে!’

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর