শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যুদ্ধ মানে মুনাফার খেলা: নচিকেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০২৫, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

যুদ্ধ মানে মুনাফার খেলা: নচিকেতা

কাশ্মীরে হামলার ঘটনায় পাক-ভারত উত্তপ্ততা শেষ পর্যন্ত গড়াল যুদ্ধে। এরইমধ্যে ভারত-পাকিস্তান হামলা-পাল্টা হামলা শুরু করেছে। পাকিস্তানের আজাদ কাশ্মীরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে যার শুরুটা করেছে ভারত। 

বসে নেই বলিউড তারকারাও। অক্ষয়, কঙ্গনারা সরব হয়েছেন। উচ্ছ্বাস প্রকাশ করেছেন টলিউডের জিৎ, মিমি চক্রবর্তীরা। এবার মুখ খুললেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। তবে স্রোতের জোয়ারে গা না প্রশন তুলেছেন।

nachiketa_head_20240726_165115715

ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, যুদ্ধ মানেই মুনাফার খেলা। কাদের মুনাফা, সেটা বুদ্ধিমানেরা সহজেই বুঝে যান।

আরও বলেন, “সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে সব ক’টির নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। সব যুদ্ধ ‘স্পনসর’ করা! আমি প্রমাণ করে দেব।”

nachi-20220602195859

দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ টেনে তিনি বলেন, “মনে রাখবেন, রকফেলারদের তেল প্রস্তুতকারী সংস্থা সেই সময় জার্মানি এবং ইতালি, দুই দেশকেই পেট্রোল সরবরাহ করেছিল। এই সরবরাহ নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ঐতিহাসিক মনে করেন, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। কিছু ঐতিহাসিকের মতে, এটি শুধুই ব্যবসা।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর