সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিমান হামলায় নিহত শিশুশিল্পী হাসান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০২৫, ১২:১৯ পিএম

শেয়ার করুন:

বিমান হামলায় নিহত শিশুশিল্পী হাসান 

গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েও থেমে নেই ইসরায়েল। বর্বরোচিত হামলা অব্যহত রেখেছে। মুহুর্মুহু চালাচ্ছে বিমান হামলা। এবার তাতে প্রাণ গেল গাজার শিশুশিল্পী হাসান আলা আয়াদ। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে বিষয়টি।

নিজের দেশের গান কণ্ঠে তুলে জনপ্রিয়তা পেয়েছিল হাসান। মাতৃভূমির ভয়ংকর পরিস্থিতির কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিলেন। তুমুল ভাইরাল হয় গানটি। অসংখ্য মানুষের জন্য প্রেরণা হিসেবে কাজ করেছে গানটি।


বিজ্ঞাপন


ফিলিস্তিনের ছিটমহলে বাস করত হাসান। গত ৫ নভেম্বর নুসাইরাত শহরে ইসরায়েল বিমান হামলায় নিহত হয় সে। 

প্যালেস্টাইন ক্রনিকলের প্রতিবেদন অনুযায়ী, আয়াদের মৃত্যুর খবরে আকাশ ভেঙে পড়েছে তার বাবার মাথায়। সন্তানের মৃত্যুর কথা শুনতে হবে, তা কল্পনাও করতে পারেননি তিনি। সন্তান হারিয়ে নিস্তব্ধ হাসান আয়াদের বাবা। কপাল চাপরে চাপরে শুধু কেঁদে চলেছেন তিনি।

আয়াদের মৃত্যুতে ফিলিস্তিনি চলচ্চিত্র পরিচালক রশিদ মাশারাওয়ি বলেন, ‘হাসান আয়াদ, যে শিশুটি আমাকে গাজা থেকে একটি গান উৎসর্গ করেছিল, সে আজ শহীদ হয়েছে। তিনি তার মিষ্টি, হৃদয়বিদারক শিশুসুলভ কণ্ঠে জিরো ডিসটেন্স চলচ্চিত্রের জন্য গান গেয়েছিল।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর