রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে ‘মম চিত্তে নিতি নৃত্যে’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০২৫, ০৬:৫৬ পিএম

শেয়ার করুন:

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে ‘মম চিত্তে নিতি নৃত্যে’

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান - ‘মম চিত্তে নিতি নৃত্যে’। অমিত চৌধুরীর নৃত্য পরিচালনায় অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবে নৃত্য সংগঠন ‘সাধনা’র নৃত্যশিল্পী - রুদমিলা প্রিয়ন্তী চৌধুরী, আরিশা চৌধুরী, নোহলী ইসলাম রিয়া, লাবণ্য দাশ গুপ্তা, মাহিনুর মাহজাবিন রুপ, আনুভা চৌধুরী, মধুরিমা রয়। পার্থ প্রতিম হালদার পরিচালিত বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মম চিত্তে নিতি নৃত্যে’ প্রচারিত হবে আগামী ২৫শে বৈশাখ (৮ মে) সকাল ১০টায়।

ছাড়া কবির জন্মজয়ন্তী উপলক্ষে দুরন্ত টিভিতে দেখা যাবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাধো’ ও ‘ডাকঘর’। কবির সাহিত্য কর্ম থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্র দুটি নির্মাণ করা হয়েছে। কবির কবিতা ‘মাধো’অবলম্বনে সুমনা সিদ্দিকী নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাধো’।


বিজ্ঞাপন


Madho

কবি’র নাটক ‘ডাকঘর’ অবলম্বনে লুসি তৃপ্তি গোমেজ নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাকঘর’। দুরন্ত টিভিতে ‘মাধো ও ডাকঘর’ প্রচারিত হবে ২৫শে বৈশাখ (৮ মে) রাত
১০টায়।

এছাড়াও রবীন্দ্রজয়ন্তীর বিশেষ অনুষ্ঠান ‘সুরে ছন্দে রবীন্দ্রনাথ’ প্রচারিত হবে ২৫শে বৈশাখ (৮ মে) বিকাল ৫টা ৩০ মিনিটে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর