রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাঙালির ডিজাইনে মেট গালা রাঙালেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০২৫, ০৯:৫৬ এএম

শেয়ার করুন:

বাঙালির ডিজাইনে মেট গালা রাঙালেন শাহরুখ খান

বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্টে ‘মেট গালা ২০২৫’ আসর অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫টায় শুরু হয় জমকালো আয়োজনের। প্রথমবারের মতো মেট গালা ফ্যাশন শোতে পা রাখলেন বলিউড বাদশা শাহরুখ খান।

'মেট গালা' মাতাবেন যেসব বিশ্ব তারকা


বিজ্ঞাপন


গ্লোবাল সুপারস্টার হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে অনেক কিছু জয় করলেও, মেট গালা ছিল একেবারে নতুন অভিজ্ঞতা। নিজের চেনা জগৎ থেকে বেরিয়ে অংশ নিলেন ফ্যাশন শো অনুষ্ঠানে। যেখানে কালো পোশাকে হাজির হয়ে নজর কাড়েন। সেই ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

ShahRukhKhanmakesastrikingdebutatthe2025MetGalaembracingthethemeSuperfine-TailoringBlackStylewithaboldandregalensemble.DesignedbySabyasachiMukherjeeKhansoutfitfeaturedablacksui-ezgif.com-webp-to-jpg-converter

প্রথমবার বিশ্বখ্যাত ফ্যাশন ইভেন্ট মেট গালা-তে রাজকীয় উপস্থিতি দিয়ে মন কাড়লেন সবার। তিনি পরেছিলেন তাসমানিয়ান সুপারফাইন উলের তৈরি একটি কাস্টম ফ্লোরলেন্থ কোট, যাতে ছিল জাপানি হর্ন বোতাম, চওড়া ল্যাপেল ও পিক কলার। এর নিচে ছিল ব্ল্যাক ক্রেপ দ্য শিন সিল্ক শার্ট এবং  ট্রাউজার। এর সঙ্গে ছিল প্লিটেড স্যাটিন কামরবন্দ। শাহরুখ খানের স্টাইলে, এই লুককে বাড়তি মাত্রা দিয়েছে সূক্ষ্ম কিছু চমক: একগুচ্ছ গয়না ও একটি বেঙ্গল টাইগার হেড ক্যান (ছড়ি)

যা বানানো হয়েছে ১৮ ক্যারেট সোনা, টুরমালিন, স্যাফায়ার ও হীরার সমন্বয়ে। যা ছিল সাব্যসাচীর বঙ্গীয় শিকড় ও নকশার প্রতি শ্রদ্ধা। ওই ডিজাইন দিয়ে বোঝাতে চেয়েছেন বলিউডের রাজা মেট গালাতেও রাজত্ব করতে এসেছেন। দুই হাতের আটটি আঙ্গুলে নানা ডিজাইনের আংটি বাড়তি নজর কাড়ে। গলায় ছিল চোখ ধাঁধানো বাহারি ডিজাইনের চেইন। যা প্রমাণ করে স্টাইল ও ব্যক্তিত্বের দিক থেকে তিনি অনন্য। 


বিজ্ঞাপন


মেট গালার আজব ৫ নিয়ম, না মানলে শাস্তি

মেট গালায় শাহরুখ খানের ভিন্ন রুপে বিশ্বজুড়েও প্রশংসিত হচ্ছে। অভিনেতার পোশাকের ডিজাইন করেছেন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় লুকের প্রশংসা করে লিখেছেন “মেট গালার রাজা”। শাহরুখের এই অভিষেক নিঃসন্দেহে মেট গালার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। 

ShahRukhKhanmakesastrikingdebutatthe2025MetGalaembracingthethemeSuperfine-TailoringBlackStylewithaboldandregalensemble.DesignedbySabyasachiMukherjeeKhansoutfitfeaturedablack1-ezgif.com-webp-to-jpg-converter

‘মেট গালা’ ফ্যাশন দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ অনুষ্ঠানগুলোর একটি, যেখানে বিশ্বের খ্যাতনামা তারকারা বাহারি পোশাকে উপস্থিত হন। শাহরুখ ছাড়াও এবারের আসরে ভারত থেকে মেট গালায় অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, কিয়ারা আদভানি, দিলজিৎ দোসাঞ্জ, মুকেশ আম্বানি মেয়ে ইশা আম্বানি। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর