‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যান মনির হোসেনের মৃত্যুতে শোকের আঁচ লেগেছে সিনেমা পাড়ায়। সামাজিক মাধ্যমেও শোক জানিয়েছেন অনেকে। তবে মেগাস্টার শাকিব খানকে নীরব থাকতে দেখা গেছে। এতে নাখোশ চিত্রনায়িকা রত্না।
সামাজিক মাধ্যমে দিয়েছেন একটি পোস্ট। আজ সোমবার নিজের ফেসবুকে দেওয়া ওই পোস্টে রত্না লিখেছেন, ‘‘সুপ্রিয় খান সাহেব! ওই যে যুগের পর যুগ হাততালি পেয়ে যান, ভিলেনের ওপর উড়ে এসে পড়েন, নায়িকাকে ভিলেনের হাত থেকে বাঁচান, সেই কৃতিত্ব কিন্তু দর্শক না জানলেও আপনার, আমার জানা। কাল আপনার ‘তাণ্ডব’ শুটিংয়ের সেটে স্টান্টম্যান মনির অসুস্থ হয়ে পড়ে, পরবর্তী সময়ে মৃত্যু হয়। শুনেছি আপনি একটিবারও ছেলেটির কাছে, হাসপাতালে বা ছেলেটির পরিবারের কাছে এখন পর্যন্ত যাননি। এগুলো নতুন নয় আপনার, আপনি কখনোই পেছনের গল্প মনে রাখেন না, মনে রাখারও দরকার নেই।’’
বিজ্ঞাপন

আরও লিখেছেন, ‘আপনার প্রেমিকা প্রায়োরিটি বরাবরই ছিল নায়িকা নির্বাচনের ক্ষেত্রেও। অনেক উঠতি নায়িকার স্বপ্ন ধ্বংস হয়ে গিয়েছিল, বেকারত্বকে বরণ করে আপনার চাইতেও অনেক কর্মঠ নায়িকা দেশ ছেড়েও চলে গিয়েছিলেন—এটা অবশ্য আপনার দোষ না। পর্দার নায়ক হিসেবে আপনি সত্যিই অতুলনীয়, অসাধারণ! সেটা নিয়ে দুঃখ নেই। এখন বাস্তবের নায়ক হয়ে দেখান। সিনেমা থেকে অনেক পেয়েছেন, অনেক নিয়েছেন। এখন দিতে শিখুন। যতই ইংরেজি শিখেন, পাকিস্তানি ভাষা বলতে পারেন আর হিন্দি ভাষা বলে বাহবা পান—আপনি কিন্তু বাংলা চলচ্চিত্র আর বাংলাদেশেরই একজন মানুষ।’
শনিবার (৩ এপ্রিল) শুটিং শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মনির। এসময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেচিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এরকমই জানান ছবির পরিচালক রায়হান রাফী।
‘তাণ্ডব’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আসন্ন কোরবানি ঈদে। এতে শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর-এর।

