সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশি শিল্পীদের ‘ঘাড় ধাক্কা’ দিয়ে বের করা উচিত: ভারতীয় উপস্থাপিকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০২৫, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

‘বাংলাদেশি অভিনয়শিল্পীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করা উচিত’

সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভারতের আলোচিত-সমালোচিত টেলিভিশন চ্যানেল “রিপাবলিক বাংলা”-এর কথা প্রায় সবাই জানেন। বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের পর থেকেই ভারতীয় গণমাধ্যমটি একের পর এক বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে সমালোচনার মুখে পড়ে।

ময়ূখকে 'গাধা' বলে কটাক্ষ ঋত্বিক চক্রবর্তীর!


বিজ্ঞাপন


অস্বাভাবিক অঙ্গভঙ্গি এবং সংবাদ উপস্থাপনের ধরনের কারণে বাংলাদেশ সহ নিজ দেশেও ব্যপক সমালোচিত হয়। বাংলাদেশের পট পরিবর্তনের পর ভারতে আশ্রয় নিয়েছেন অনেক অভিনয়শিল্পী। এবার সেই সব অভিনয়শিল্পীদের ঘাড় ধাক্কা দিয়ে ভারত থেকে বের করে দেওয়া কথা বললেন সমালোচিত চ্যানেলের উপস্থাপিকা স্বর্ণালী সরকার।   

485822211_1241637617754325_3656090557457242168_n

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে উত্তেজিত অবস্থায় তথা কথিত উপস্থাপিকাকে বলতে শোনা যায়, ‘প্রতিবেশী দেশ থেকে যারা আমাদের দেশে আসছেন।বাংলাদেশি নাগরিক যারা আমাদের দেশে রয়েছেন, থাকছেন, খাচ্ছেন। আমাদের এখানে এসে জীবিকা নির্বাহ করছেন। অভিনয় করছেন। নাম, যশ প্রতিপত্তি বানাচ্ছেন। আমাদের ট্যাক্সের টাকায় যাদের অর্থ-উপার্জন হয়। তারা বাংলাদেশের অসভ্যতামি দেখে চুপ করে আছেন কেন?’

'থাকবে না, সারজিস আর আইবুড়ো থাকবে না'


বিজ্ঞাপন


বাংলাদেশি অভিনয় শিল্পীদের ওপর অভিযোগ ওঠান ওই উপস্থাপিকা। তিনি বলেন, ‘তারা নিজের দেশের মানুষকে কোনো বার্তা দিচ্ছেন না! তোমরা এমন করো না। এমন করা যায় না। ভারত আমাদের বন্ধু।’  

490728898_1262058855712201_1388681076039414055_n

পহেলগামের হামলার ঘটনা তুলে ধরে বলেন, ‘আমাদের দেশে এতো বড় নারকীয় ঘটনার পরেও কোনো নিন্দা জানাচ্ছেন না! তারা শুধুমাত্র নিজেদের লাভ খুজছেন। কথায় বলে, ‘কাজের বেলায় কাজি কাজ ফুরালে পাজি’। তারা শুধু নিজেদের কার্য উদ্ধারের করার জন্য বসে আছেন। সেই সমস্ত অভিনেতা-অভিনেত্রীদের ‘ঘাড় ধাক্কা’ দিয়ে বের করে দেওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গে বসবাস করে বাংলা ছবিতে কাজ করেন কোন অধিকারে? পশ্চিমবঙ্গের ছেলে-মেয়েদের কাজের সুযোগ কেড়ে নিচ্ছেন কোন অধিকারে? বাংলাদেশি অভিনয় শিল্পীদের থেকেও আমাদের পশ্চিমবঙ্গে অনেক মেধাবী অভিনেতা রয়েছে। এছাড়া তাদের জন্য বহরমপুর, মালদা, দুর্গাপুর, মুর্শিদাবাদের বহু অভিনয়শিল্পী কাজ হারাচ্ছেন।’  

491589751_1265475055370581_4014923327151775957_n

সর্বশেষ, উপস্থাপিকা স্বর্ণালী সরকার দুই বাংলার জনপ্রিয় তারকা অভিনেত্রীর নাম উল্লেখ্য করে বলেন, ‘জয়া আহসান, মিথিলা সৃজিত মূখার্জির স্ত্রী হিসেবে রয়েছেন। তারাও কেন চুপ করে রয়েছেন? বাংলাদেশের এ ধরণের অসভ্যতামি গুলো নিরবে সমর্থন করছেন?’  

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর