সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কন্নড়ে নিষিদ্ধ হচ্ছেন সোনু নিগম!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০২৫, ০১:৪৬ পিএম

শেয়ার করুন:

কন্নড়ে নিষিদ্ধ হচ্ছেন সোনু নিগম!

গত মাসে কাশ্মীরের পহেলগামে হামলায় শোকস্তব্ধ ভারত। বলিউড তারকারাও বেদনার্ত। হামলার প্রতিবাদ জানিয়েছেন তারা। কেউ কেউ হামলাকারীদের শাস্তির দাবিও করেছেন। তবে কাশ্মীর হামলা নিয়ে কথা বলে আইনি জটিলতায় পড়েছেন সোনু নিগম। এবার একই ইস্যুতে কন্নড় ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ হতে যাচ্ছেন গায়ক! 

কনসার্টে সোনু নিগমের দিকে পাথর নিক্ষেপ!


বিজ্ঞাপন


২৫ এপ্রিল বেঙ্গালুরুতে একটি কলেজে গানের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সোনু। সেখানে শ্রোতাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। দর্শকের আচরণকে কাশ্মীরের হামলার সঙ্গে তুলনা করে কন্নড় সম্প্রদায়ের ক্ষোভের মুখে পড়েন গায়ক।

sonu

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স আজ সোমবার (৫ মে) বেঙ্গালুরুতে একটি সভার আয়োজন করেছে। যেখানে সঙ্গীত পরিচালক সমিতি, পরিচালক সমিতি এবং প্রযোজক সমিতি-সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন। 

কাশ্মীর নিয়ে মন্তব্য, সোনু নিগমের নামে থানায় অভিযোগ


বিজ্ঞাপন


জানা গেছে, ওই বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হতে পারে সোনু নিগমকে ভবিষ্যতে কন্নড় চলচ্চিত্রে ব্যান করার। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গায়কের সম্প্রতিক বক্তব্য কন্নড় ভাষাভাষীদের অনুভূতিতে আঘাত করেছে সোনুর বক্তব্য। 

sonu_1

ওই ঘটনার পর সংগীতশিল্পী এক ভিডিও বার্তায় জানান, কন্নড়ভাষী এক যুবক অত্যন্ত অভদ্রভাবে তাকে কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ জানাতে থাকেন। গায়ক প্রথমে হাসিমুখেই ব্যাপারটি সামলানোর চেষ্টা করেন। কিন্তু যুবকটি নাকি কিছুতেই শুনছিলেন না। 

চঞ্চলের সিনেমায় অরিজিৎ-সনু নিগম

তিনি আরও বলেন, ওইদিন যে কথাগুলো তিনি বলেছেন সেগুলো মোটেও সবার উদ্দেশে বলেননি। কয়েকজনের কর্মকাণ্ডের জন্য পুরো সম্প্রদায়কে দায়ী করেননি। তাই তার বক্তব্যকে ভূল ভাবে না নেওয়ার জন্য অনুরোধ করেন।

ইএইচ/

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর