রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অভিনেতা পলাশকে ‘বিশেষ উপহার’ নেইমারের 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০২৫, ০৩:২৯ পিএম

শেয়ার করুন:

অভিনেতা পলাশকে ‘বিশেষ উপহার’ নেইমারের 

প্রিয় তারকার থেকে পাওয়া উপহার ভক্তের জন্য সবসময় আনন্দের্। সেই তারকা যদি হন বিশ্ববিখ্যাত ফুটবলার নেইমার তবে আন্দাজ করা যায় আনন্দের মাত্রা। সম্প্রতি এরকম ঘটল ছোটপর্দার অভিনেতা জিয়াউল হক পলাশের সঙ্গে। প্রিয় ফুটবলার নেইমারের কাছ থেকে উপহার পেয়েছেন তিনি। 

পলাশ উপহারটি পেয়েছেন নেইমার ও ইনস্টিটিউটের কাছ থেকে। যা তার কাছে পৌঁছে দিয়েছেন নেইমারের পারিবারিক বন্ধু প্রবাসী বাংলাদেশি ও সামাজিক সংগঠক রবিন মিয়া।


বিজ্ঞাপন


পলাশের হাতে উপহার তুলে দেওয়ার সে ভিডিওতে দেখা গেছে, পলাশের হাতে একটি ভিনটেজ পানির বোতল সদৃশ বস্তু। তিনি এটি নিয়ে বলছিলেন, এটি একটি বিশেষ উপহার, যেটা পেয়েছি একজন স্পেশাল মানুষের কাছ থেকে! এসময় পানির সেই বোতলটি রবিন মিয়ার হাতে তুলে দিয়ে এটির বিশেষত্ব বর্ণনা করতে বলেন পলাশ।

রবিন মিয়া বোতলটি হাতে নিয়ে বলেন, এটি মূলত জুনিয়র নেইমার ইনস্টিটিউটের, ঢাকায় বিশেষ মানুষের জন্য তিনি এটি ব্রাজিল থেকে বহন করে নিয়ে এসেছেন। এসময় রবিন মিয়াকে বলতে শোনা যায়, “পলাশ এই বিশেষ উপহারটি ডিজার্ভ করে। কারণ সে হলো ডাইহার্ট ব্রাজিল ও নেইমারের সমর্থক।”

রবিন মিয়া আরও বলেন, ‘আল্লাহ যদি চায়, তাহলে ভবিষ্যতে কোনো ইভেন্টে পলাশকে নেইমারের কাছে নিয়ে যাবো।”


বিজ্ঞাপন


এদিকে উপহার পেয়ে পলাশ সংবাদমাধ্যমকে বলেন,“আমি নিজেও ফাউন্ডেশন নিয়ে কাজ করি, এটি রবিন ভাই আগে থেকেই জানতেন। তার মাধ্যমেই নেইমার বিষয়টি জানতে পেরে খুশি হয়েছেন। তার ফাউন্ডেশন হাজার হাজার বাচ্চাদের নিয়ে কাজ করে। ওই বোতলের উপরে যে কাজগুলো- সব ওই বাচ্চাদের করা। এটা খুবই স্পেশাল। রবিনের মাধ্যমে তিনি শুনেছেন যে আমি ব্রাজিল ও তার খুব ভক্ত, তার উপর আমি নিজেও একটা ফাউন্ডেশন চালাই- সব মিলিয়ে এই স্পেশাল উপহারটি আমি পেয়েছি।”

নেইমারকেও উপহার দিতে চান পলাশ। এরকম ইচ্ছা প্রকাশ করে পলাশ, “আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি উপহার তৈরী করছি। রবিন মিয়ার মাধ্যমে এটি নেইমারের কাছে পাঠাব।” আগামি বিশ্বকাপে মাঠে গিয়ে ব্রাজিলের খেলা দেখার ইচ্ছাও প্রকাশ করেন পলাশ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর