সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শ্রমিকদের শ্রদ্ধা শাকিবের 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০২৫, ১২:০৬ পিএম

শেয়ার করুন:

শ্রমিকদের শ্রদ্ধা শাকিবের 

সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানের সরব উপস্থিতির কথা সবার জানা। কখনও তিনি সরব থাকেন নিজের সিনেমার প্রচারণা চালিয়ে। আবার কখনও সরব থাকেন বিভিন্ন দিবস ও উপলক্ষে নিজের অনুভূতি প্রকাশ করে।

আজ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটি ছুঁয়ে গেছে ঢাকাই সিনেমার এই নায়ককে। ‘মহান মে দিবস’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লেখা প্রকাশ করেছেন তিনি। সেখানে দিনটি উপলক্ষে শ্যুটিং কর্মীদের শ্রদ্ধা জানিয়েছেন শাকিব খান।


বিজ্ঞাপন


তাদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে এই নায়ক লিখেছেন, ‘দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম। প্রযোজক, পরিচালক কিংবা অভিনয়শিল্পীদের বসার চেয়ার এগিয়ে দেয়া থেকে শুরু করে - লাইট বসানো, সেট তৈরি, খাবার পরিবেশন; সবকিছুতেই তারা জড়িয়ে থাকেন অদৃশ্য এক ছায়ার মতো।’

494661160_1235800884579951_839934930690457701_n

এরপর লেখেন, ‘একটি ভালো চলচ্চিত্র নির্মাণে এসব শ্রমিকদের অবদান অপরিসীম। তাঁদের অক্লান্ত পরিশ্রম ছাড়া কোনো চলচ্চিত্রই সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়। আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রদ্ধা জানাই এসকল শুটিংকর্মীসহ পৃথিবীর প্রতিটি শ্রেণী পেশার পরিশ্রমী মানুষদের, যাঁরা নীরবে নিভৃতে নিজেদের শ্রম দিয়ে যান আমাদের কাজগুলো সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে।’

সিনেমা হলে রমরমিয়ে চলছে শাকিবের ‘বরবাদ’। নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর