সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিদ্দিককে মারধর, ‘মব’ বলছেন আজাদ আবুল কালাম 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ০১:০৯ পিএম

শেয়ার করুন:

সিদ্দিককে মারধর, ‘মব’ বলছেন আজাদ আবুল কালাম 

অভিনেতা সিদ্দিককে গতকাল মঙ্গলবার মারধর করে থানায় সোপর্দ করা হয়। এ সময় তার পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়। সিদ্দিকের সঙ্গে এরকম আচরণের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যা দেখে পক্ষে-বিপক্ষে শুরু হয় চর্চা। 

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম। সিদ্দিকের সঙ্গে এমন আচরণকে মব বলে উল্লেখ করছেন ছোটপর্দার অভিনয়শিল্পীদের এ নেতা।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সিদ্দিকের সঙ্গে যা ঘটেছে, এটা তো মব। এই মব ভায়োলেন্সকে তো ঠেকাচ্ছে না। কেন জানি মনে হচ্ছে, মব ভায়োলেন্সকে নীরবে বলা হচ্ছে, করে যাও। আমাদের কিছুই করার নেই।’


বিজ্ঞাপন


আজাদ আবুল কালাম আরও বলেন, ‘একজনের রাজনৈতিক চিন্তাচেতনা থাকতে পারে। অভিনেতা হিসেবে সিদ্দিক সবার কাছে পরিচিত। তাকে এভাবে রাস্তায় ধরে মেরে দেবে কিছু লোক! দলবদ্ধভাবে এসে শারীরিকভাবে আঘাত করছে, আক্রমণ করছে, গায়ে থেকে জামাকাপড় খুলে ফেলছে, এরপর থানায় নিয়ে সোপর্দ করছে। থানায় নিয়ে সোপর্দ করতেই যদি হয়, তাহলে প্রথম থেকে তারা আইন হাতে তুলে নিল কেন! তাকে হেনস্তা করে আইনের হাতে তুলে দেবে—এই মব জাস্টিস, মব ভায়োলেন্স সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে। এটা তো একটা সময় আরও নানান স্তরে হবে। এসব কর্মকাণ্ড সরকারকেও প্রশ্নবিদ্ধ করছে। সরকারকে পদক্ষেপ নিতে হবে, যেখানে মব ভায়োলেন্স, সেখানে কঠোর হস্তে দমন করবে।’

এদিকে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে সিদ্দিকের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় এ রিমান্ডের আবেদন করেছে পুলিশ।


বিজ্ঞাপন


বুধবার ৩০ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর