সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মে দিবসে দুরন্ত টিভির বিশেষ আয়োজন ‘নোঙ্গর তোল তোল’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ০৩:০৮ পিএম

শেয়ার করুন:

মে দিবসে দুরন্ত টিভির বিশেষ আয়োজন ‘নোঙ্গর তোল তোল’

আর মাত্র দুই দিনের দূরত্বে মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। দিনটি পালন করা হয় নানারকম আয়োজনের মাধ্যমে। 


বিজ্ঞাপন


এবারের মহান মে দিবসে দুরন্ত টিভি আয়োজন করেছেন নৃত্যানুষ্ঠান ‘নোঙ্গর তোল তোল’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেক এর নৃত্য পরিচালনায় গণসঙ্গীতের সাথে নৃত্য পরিবেশন করেছেন নন্দনকলা কেন্দ্র এর নৃত্যশিল্পীরা।

নৃত্যশিল্পীরা হলেন-পুস্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফাত, সাম্যদ্বীপ, রিমি, সিনথী ও তন্দ্রা।

‘নোঙ্গর তোল তোল’ পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। দুরন্ত টিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে ১লা মে সকাল ১১টা ৩০ মিনিটে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর