৩০টি সিজন শেষে আগামী ২৭ এপ্রিল থেকে দুরন্ত টিভি শুরু করতে যাচ্ছে ৩১তম সিজনের অনুষ্ঠানমালা। থাকছে শিশুতোষ রোমাঞ্চকর নতুন কার্টুন সিরিজ ‘কোকোনাট দ্য লিটল ড্রাগন’, রোমাঞ্চকর নতুন কার্টুন সিরিজ ‘গ্রিসু’ এবং শিশুতোষ সায়েন্স ফিকশন নিয়ে নতুন কার্টুন সিরিজ ‘কিউ পুটল ৫’, নতুনভাবে আসছে দুরন্ত টিভির নিজস্ব নাটক ‘রাঁধিবাড়ি খাইদাই -সিজন ২’। এছাড়াও প্রচারিত হবে অন্যান্য নিয়মিত অনুষ্ঠান, কার্টুন সিরিজ ও সিনেমা।
নতুন কার্টুন সিরিজ ‘কোকোনাট দ্য লিটল ড্রাগন’
বিজ্ঞাপন
সুন্দর একটি দ্বীপ। সেখানে থাকে ছোট্ট দুই ড্রাগন, কোকোনাট ও অস্কার। সাথে আছে তাদের সজারু বন্ধু মাটিল্ডা। তিন বন্ধু মিলে সারাদিন দুষ্টুমি আর নানান মজার কাণ্ড করে বেড়ায়। দ্বীপে যখন কোনো সমস্যা দেখা দেয় তখনও তিন বন্ধু মিলে তা সমাধান করে। কোকোনাট ও তার বন্ধুদের প্রতিদিনের মজার সব অভিযানের গল্প নিয়ে দুরন্ত টিভির নতুন কার্টুন সিরিজ ‘কোকোনাট দ্য লিটল ড্রাগন’।
কোকোনাট, অস্কার ও মাটিল্ডা চরিত্রে কণ্ঠ দিয়েছেন যথাক্রমে মেহেদি হাসান, ক্যারোলিনা মৈত্রি সরকার সাইরাস ও কাশকিয়া নাহরিন সিনথি। নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ রাজিব ও মোঃ শরিফ হাসান চৌধুরী সৌদ। দুরন্ত টিভিতে‘কোকোনাট দ্য লিটল ড্রাগন’ প্রচারিত হবে ২৭ এপ্রিল থেকে প্রতিদিন সকাল ৮টায় ও সন্ধ্যা ৬টায়।
নতুন কার্টুন সিরিজ ‘গ্রিসু’
আদুরে ছোট্ট ড্রাগন গ্রিসু। তার স্বপ্ন, বড় হয়ে সে ফায়ার-ফাইটার হবে। কিন্তু ড্রাগন নিজেই যেখানে আগুনের উৎস, সেখানে সে কীভাবে ফায়ার-ফাইটার হবে! বাবা ও বন্ধুরা তাকে বোঝাতে চেষ্টা করে যে সে ফায়ার-ফাইটার হতে পারবে না, তবুও হাল ছাড়ে না গ্রিসু। বিপদ দেখলেই সেখানে গিয়ে হাজির হয় সে। ড্রাগন গ্রিসুর ফায়ার-ফাইটার হতে চাওয়ার নানান মজার গল্প নিয়েই দুরন্ত টিভির নতুন কার্টুন সিরিজ ‘গ্রিসু’।
বিজ্ঞাপন
গ্রিসু, ফিউম, স্টেলা চরিত্রে কণ্ঠাভিনয় করেছেন যথাক্রমে বাঁধন সরকার, সাজ্জাদুল ইসলাম সাজু ও হাফিজা আখতার ঝুমা। নির্দেশনা দিয়েছেন শেউঁতি শাহগুফতা ও শাহরিয়ার রানা। দুরন্ত টিভিতে কার্টুন সিরিজ ‘গ্রিসু’প্রচারিত হবে ২৭ এপ্রিল থেকে প্রতিদিন সকাল ৯টায় ও সন্ধ্যা ৭টায়।
নতুন কার্টুন সিরিজ কিউ ‘পুটল ৫’
পাঁচ বন্ধু - পুটল, উপসি, স্টেলা, এডি আর গ্রুবি। ওরা সবাই থাকে ওকিডকি গ্রহে। তাদের সবারই একটা করে স্পেসশিপ আছে। স্পেসশিপ নিয়ে তারা নানান জায়গায় ঘুরে বেড়ায়। গ্রুবির আছে একটা ওয়ার্কশপ। স্টেলা সবজি চাষ করতে ভালোবাসে। সে সবজি বাগানের কাজে তার পোষা পাখি রে’র সাহায্য নেয়। আর বন্ধুদের সব কাজে সাহায্য করে পুটল। পুটল ও তার বন্ধুদের প্রতিদিনের নানান কর্মকাণ্ডের মজার গল্প নিয়ে দুরন্ত টিভির নতুন কার্টুন সিরিজ ‘কিউ পুটল ৫’।
কিউ পুটল ৫, উপসি ও স্টেলা চরিত্রে কণ্ঠাভিনয় করেছেন যথাক্রমে সামিউল আলম জীবন, রিয়া চৌধুরী ও তামান্না সরওয়ার। নির্দেশনা দিয়েছেন মাহবুব আলম ও রাইজুল ইসলাম আসাদ। দুরন্ত টিভিতে ‘কিউ পুটল ৫’প্রচারিত হবে ২৭ এপ্রিল থেকে প্রতিদিন দুপুর ১টায় ও রাত ৮টা ৩০ মিনিটে।
রাঁধিবাড়ি খাইদাই- সিজন ২
সুকন্যা ও শুদ্ধ দুই ভাই-বোন। বাবা-মা, দাদী ও গৃহকর্মী বিজলী খালাকে নিয়ে তাদের মজার একটি পরিবার। তারা সবাই একসাথে আনন্দ করে রান্না করে, গেইম ও কুইজ খেলে। তাদের বাবা একজন মিউজিশিয়ান। বিভিন্ন খাবার নিয়ে বাবা মজার মজার গান বাঁধেন আর সবাই মিলে সে গান গাওয়া হয়। তাদের পুষ্টিবিদ মা গল্পে গল্পে সেসব খাবারের পুষ্টিগুণ বর্ণনা করেন, যার মাধ্যমে উঠে আসে রান্না ও পুষ্টি বিষয়ে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য। সুকন্যা ও শুদ্ধদের পরিবারের প্রতিদিনের নানান মজার ঘটনা নিয়ে দুরন্ত টিভির ধারাবাহিক নাটক ‘রাঁধিবাড়ি খাইদাই - সিজন ২’।
‘রাঁধিবাড়ি খাইদাই - সিজন ২’ নাটকে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছে সুকন্যা ও অরণ্য শুদ্ধ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া হক, রামিজ রাজু, সাবিহা জামান ও শাম্মী সেতু। নাটকটি পরিচালনা করেছেন ফরিদা লিমা। দুরন্ত টিভিতে ‘রাঁধিবাড়ি খাইদাই - সিজন ২’ প্রচারিত হবে ২ মে থেকে প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে, দুপুর ২টা ৩০ মিনিটে ও রাত ৯টায়।
এছাড়াও দুরন্ত টিভির নতুন সিজনে থাকবে নাচ শেখার অনুষ্ঠান ‘নাচের ইশকুল’, গল্প বলার অনুষ্ঠান ‘গল্প শেষে ঘুমের দেশে’, তায়কোনদো শেখার অনুষ্ঠান ‘মজার কাণ্ড তায়কোয়ানদো’, শিশুস্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন’, ‘দুরন্ত সময়’, ‘দি ইংলিশ ক্লাব’, ‘বালু ছবির গল্প’, ‘গোলক ধাঁধা’, ক্র্যাফটিং নিয়ে অনুষ্ঠান ‘দি আর্ট রুম’, নাটক ‘ব তে বন্ধু’, ‘গুড্ডুবুড়া’, কার্টুন সিরিজ ‘ক্লিউ অ্যান্ড কুকিন’, ‘হাইডি’, ‘মায়া দ্য বী’, ‘দ্য স্মার্ফস’ ইত্যাদি।

