সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নৃত্য দিবসে ‘মায়া বেঙ্গল ইন মোশন’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ০১:০৩ পিএম

শেয়ার করুন:

নৃত্য দিবসে ‘মায়া বেঙ্গল ইন মোশন’

আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে ২৯ এপ্রিল রাত ১০:৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’প্রেজেন্টেড বাই এমডব্লিউ বাংলাদেশ। 

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া ও এমডব্লিউ বাংলাদেশ ম্যাগাজিন যৌথ উদ্যোগে সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেশন সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ধারণ করে মাছরাঙা টেলিভিশন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের সাথে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী নাচের মেলবন্ধন ও শিল্পের সৌন্দর্য তুলে ধরা হয়। 


বিজ্ঞাপন


Maya_Bengal_in_motion_(5)

অনুষ্ঠানে বরেণ্য ও নবীন শিল্পীদের পরিবেশনায় উপস্থাপিত হয় চারটি শাস্ত্রীয় নৃত্যরূপ ভরতনাট্যম, কত্থক, মণিপুরী ও ওডিশি। অনুষ্ঠানের সূচনা হয় আনিসুল ইসলাম হিরু ও মাহবুবা মাহনূর চাঁদনীর পরিবেশনার মাধ্যমে। 

এরপর পর্যায়ক্রমে নৃত্য পরিবেশন করেন সাদিয়া ইসলাম মৌ, সাবরিনা শফি নিশা, বেনজীর সালামের দল, সামিনা হোসেন প্রেমা, আনিকা কবির শখ, তামান্না রহমান ও তাদের দল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর