মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাশ্মীরে হামলা, কড়াবার্তা সুনীল শেঠির

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫, ০১:০৮ পিএম

শেয়ার করুন:

কাশ্মীরে হামলা, কড়াবার্তা সুনীল শেঠির

কাশ্মীরের পহেলগামে হামলায় শোকস্তব্ধ ভারত। বলিউড তারকারাও বেদনার্ত। হামলার প্রতিবাদ জানিয়েছেন তারা। কেউ কেউ হামলাকারীদের শাস্তির দাবিও করেছেন। এবার কড়াবার্তা সুনীল শেঠির। 

সম্প্রতি লতা দিনানাত মঙ্গেশকর পুরস্কার ২০২৫ অনুষ্ঠানের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে প্রত্যেক ভারতবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা ভয় এবং ঘৃনা ছড়ানোর চেষ্টা করছে, তাদের দিকে কর্ণপাত না করে সবাইকে একসঙ্গে লড়তে হবে। আমাদের দেখাতে হবে, কাশ্মীর আমাদের ছিল, আছে এবং থাকবে।’

image-674893-1684110075_20250301_151506096

অভিনেতা বলেন, ‘আমাদের প্রত্যেককে এই সিদ্ধান্ত নিতে হবে যে আগামী ছুটিতে আমরা কাশ্মীরেই ঘুরতে যাব। জঙ্গিদের দেখাতে হবে যে আমাদের ভয় দেখানো এত সোজা নয়। আমরা কোনও কিছুতেই ভয় পাব না। কাশ্মীর বয়কট করা কোনও সমাধান নয়।’

এর আগে পাহেলগামের ঘটনায় ক্ষোভ উগড়ে সালমান খান লিখেছিলেন, ‘কাশ্মীর, যা স্বর্গের মতো ছিল, তা আজ নরক হয়ে উঠছে। নিরীহ মানুষের রক্ত ঝরানো হলো! একটা নিরীহ প্রাণ কেড়ে নেওয়া মানে পুরো মানবতাকে হত্যা করা। এটা আর সহ্য করা যায় না।’

1200-675-23645825-thumbnail-16x9-aaaa

শাহরুখ খান লিখেছিলেন, ‘পহেলগামে এই বিশ্বাসঘাতকতা এবং অমানবিক হিংসার কোনো ভাষা নেই! এখন শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। ওই পরিবারগুলোর জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা রইল। জাতি হিসেবে এখনই প্রতিবাদ করতে দাঁড়াতে হবে— একসঙ্গে, শক্তভাবে। এই ঘৃণ্য অপরাধের বিচার হতেই হবে।’

গেল ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক, গুরুতর আহত হন আরও ২০। এরপরই প্রতিবাদে সোচ্চার হন তারকারা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর