শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্ষুধা পেলে পানি খেয়ে থাকতাম: নুসরাত 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ১২:৪৩ পিএম

শেয়ার করুন:

ক্ষুধা পেলে পানি খেয়ে থাকতাম: নুসরাত 

মিডিয়ায় কোনো আত্মীয়স্বজন নেই। একেবারেই বাইরে থেকে এসেয়েছেন। অভিনয় দক্ষতা দিয়ে করে নিয়েছেন জায়গা। তবে তা এত সহজ ছিল না। সম্প্রতি সে গল্প শোনালেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। জানালেন অর্থাভাবে এক সময় পানি খেয়ে দিন কাটাতেন।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন নুসরাত। তিনি জানান, পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তিনি। তাই অর্থ খরচ করতেন খুব হিসেব করে। কেননা তার পেশার কোনো স্থিরতা নেই বলে মনে করতেন। 

1696750014_nusrat-6

এছাড়া কলেজ জীবনের অর্থকষ্টের কথা উল্লেখ করে নুসরাতের বলেন, ‘আমি জয় হিন্দ কলেজে পড়তাম। জুহু থেকে কলেজে যেতাম। আমার বাবার তখন বেশ আর্থিক অনটন যাচ্ছিল। ব্যবসায় ঠকে গিয়েছিল। তাই আমি খুব বুঝে ভেবে টাকা খরচ করতাম। আমি ৫ বছর ওই কলেজে পড়েছি, দিনে ৮ টাকার বেশি খরচ করতাম না আর সেটাও যাতায়াতের জন্য। ট্রেন বাসে করে কলেজ যেতাম আর ফিরে আসতাম। ওই কলেজে ফ্রি ছিল কেবল খাবার জল। আমার খিদে পেলে আমি জল খেতাম। বাবা যে আমাকে টাকা দিতে চাইত না সেটা নয়। কিন্তু আমি সচেতন ভাবেই সেটা নিতাম না।’

অভিনেত্রী আরও বলেন, ‘খুব আগে থেকেই আমি ঠিক করে নিয়েছিলাম যে প্রতি মাসে আমি কত টাকা খরচ করব। আমার বেসিক চাহিদাগুলো কী কী সেটাও ঠিক করে নিয়েছিলাম। আর আয়ের যে টাকা বেঁচে থাকে সেটা স্বাভাবিকভাবেই বিনিয়োগ করি নইলে জমাই। টাকা কখনও আমার অ্যাকাউন্টে আসে না। আমার অ্যাকাউন্টেন্টদের নির্দেশ দেওয়া আছে তারা যেন সেটা সোজা আমার ওয়েলথ ম্যানেজারের কাছে পাঠিয়ে দেন বিনিয়োগ করার জন্য।’

Nusrat-Bharucha-2.png

সবশেষে যোগ করেন, ‘আমার বাবার বয়স প্রায় ৭০ বছর, মায়ের ৬২। আমার ঠাকুরমার ৯২ বছর বয়স। আর ওরা সবাই আমার উপর নির্ভরশীল। আমার ব্যাকআপ থাকা খুব জরুরি। ঈশ্বর না করুন কিছু হলে যাতে টাকার অসুবিধা না হয় সেটা দেখি।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর