ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) ‘ভারতের সুইজারল্যান্ড’ খ্যাত অঞ্চালে হামলার ঘটনায় ২৬ জন নিহত হয়।
সবুজে ঘেরা তৃণভূমি আজ রক্তাক্ত প্রান্তর। গতকালকে সন্ত্রাসীদের কালো থাবায় ভূস্বর্গ তার সৌন্দর্য হারিয়েছে। পরিবারের সঙ্গে ছুটি কাঁটাতে গিয়ে প্রাণ হারাতে হবে তা কেউ কল্পনাও করতে পারেননি। এই কাশ্মীরকে ঘিরে নির্মাণ হয়েছে বেশ কিছু ছবি।
বিজ্ঞাপন
যারা কাশ্মীর সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাননি, তারা ক্যামেরার লেন্সে অদ্ভুত ভাবে চেয়ে থেকেছেন। আবার সেই কাশ্মীরের গরম খবরকে মাথায় রেখে, নানা ধরনের ছবি নির্মিত হয়েছে। যেগুলো মানুষের মন জয় করেছে। কিছু ছবি বিতর্কের জন্ম দিয়েছে।এবার জেনে নেওয়া যাক কাশ্মীরের ওপর নির্মিত জনপ্রিয় ছবিগুলোর অজানা তথ্য।
_20250423_163626399.jpg)
উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক: এই ছবিতে অভিনয়ের জন্য বলিউড অভিনেতা ভিকি কৌশল জাতীয় পুরস্কার পেয়েছিলেন। কাশ্মীরের গল্প নিয়ে নির্মিত এ ছবি দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। ভারতীয় সেনা কাশ্মীরকে রক্ষা করতে কী করতে পারে, সেটাই দেখানও হয়েছে এই ছবিতে।
মিশন কাশ্মীর: ২০০০ সালে মুক্তি প্রাপ্ত সিনেমা কাশ্মীর সীমান্ত নিয়ে নির্মিত হৃতিক রোশন এবং সঞ্জয় দত্ত অভিনীত এই ছবি আইকনিক ছবির তকমা পেয়েছিল। ছবিটির প্রধান চরিত্র ভারতের কাশ্মীরের আলতাফ নামের এক তরুণ, যে ছোটবেলায় তার মা বাবার ঘাতক এক পুলিশ অফিসারের কাছেই পালিত হয়। কাশ্মীরি আপরাইসিং নিয়ে নির্মিত এই ছবি।
বিজ্ঞাপন

দ্যা কাশ্মীর ফাইলস: কাশ্মীরের ওপর নির্মিত ছবি গুলো মুক্তির পর ব্যাপক বিতর্ক জন্ম দেয়। তবে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি আলোড়ন ফেলে দিয়েছিল গোটা ভারত জুড়ে। ছবিটি ১৯৯০ সালের কাশ্মীরি হিন্দু পন্ডিতদের দুর্দশার গল্প নিয়ে নির্মিত। এ ছবিতে অভিনয় করেছিলেন, মিঠুন চক্রবর্তী, অনুপম খের, আরও অনেকে।
_20250423_163653868.jpg)
রাজি: এই ছবিতে একজন সংগ্রামী মেয়ের চরিত্র তুলে ধরা হয়। যে তার দেশের জন্য নিজের জীবন বাজি রেখে ভিন্ন দেশী শকুনের রক্ত চক্ষু উপেক্ষা করে অসাধ্য সাধন করেন। কাশ্মীর সীমান্ত ক্রশ করে, পাকিস্তানে পাড়ি দিয়ে সেখানকার সমস্ত কিছুই নিজের নখদর্পণে করে নেন। এই সংগ্রামী চরিত্রে দেখা যায় অভিনেত্রী আলিয়া ভাটকে। ছবিতে তার অভিনয় ব্যাপক প্রসংশা কুড়িয়েছিল। ছবিটি ২০১৮ সালে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

শেরশাহ: বিষ্ণুবর্ধন পরিচালিত ২০২১ সালে মুক্তি প্রাপ্ত এ ছবি জীবনীনির্ভর যুদ্ধভিত্তিক চলচ্চিত্র। কার্গিল যুদ্ধে শহিদ বিক্রম বাত্রার জীবনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির রচয়িতা সন্দীপ শ্রীবাস্তব। কার্গিল যুদ্ধ সারা পৃথিবীতে বিখ্যাত। ধর্ম প্রডাকশন্স ও কাশ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার অভিনয় দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়।
ইএইচ/

